আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের ছবি

অরুণালোক জাগলো আবার বীর বাঙালি অনেক কালের ঘুম থেকে দেখবে কে কে সেই সে ছবি- শাহবাগে যাও দেখে। লক্ষ মনের লক্ষ্য একই বক্ষে ওদের এক আশা কাঁদিয়েছিলো যে পশুরা যাক সে নিপাত; এক ভাষা রণিয়ে উঠে কণ্ঠে ওদের- দেয় কাঁপিয়ে দশদিশি ‘৭১ এর রাজাকার গাদ্দারদের চাই ফাঁসি। বৃদ্ধ যুবা নর-নারী ধর্ম বর্ণ নির্বিশেষ গড়তে এলো আবার যেন আমার সোনার বাংলাদেশ। ছোট্ট শিশু যায় নি বাকি বাবার রণে অংশী সে ভবিষ্যতের নেতা এসে শিশুর মাঝে রয় মিশে। আয় কে যাবি আয় রে আয় ডাকছে এ দেশ মাতৃকায়।

মুনাফেকের পতন কে চাস আয় ছুটে আয় দীপ্ত পায়। বি: দ্র: সংযুক্ত এ ছবিটিই আমাকে এ কবিতাটি লিখতে উদ্বুদ্ধ করেছে। ছবিটি গত ৮-২-১৩ তারিখ শুক্রবারে তোলা। ‘৭১ এর যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে শাহবাগের উত্তাল জনসমুদ্রের এক কোণে এক বাবা তার শিশুকে ভ্ট্টুা পোড়া খাওয়াচ্ছিলেন। কেননা ক্ষুধার্ত শিশুটিকে ভালো কোন খাবার খাওয়ানোর মতো পরিবেশ ছিলো না।

শিশুর বাবা স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিচার চাইতেই এ জনসভায় অংশ নিয়েছিলেন। শিশুটিও তার বাবার রণ সঙ্গী হিসেবে আমার মনে হয়েছে। আমার অনুরোধে এ দৃশ্যটি ধারণ করেন, তরুণ লেখক গোলাম কাইয়ুম মৃধা। পরিচিতি: কবি, লেখক এবং ব্যবস্থাপনা সম্পাদক পাক্ষিক সময়ের বিবর্তন ৩২/২ সেনপাড়া পর্বতা, সেকশন ১০ মিরপুর, ঢাকা- ১২১৬ মোবাইল: ০১৯৪২-৮৪৭২০৭ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।