অন্যায়ের বিরোধে প্রতিবাদি হতে চাই গণজাগরণ চত্ত্বর থেকে: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনকে বাধাগ্রস্ত করতে নগরীতে নানা ধরনের নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে জামায়াত-শিবির।
শাহবাগের প্রজন্ম চত্ত্বরে টানা ৯ দিন ধরে চলা আন্দোলনে হামলার আশঙ্কায় এই প্রথম র্যাবের ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে। পাশাপাশি সমাবেশে আসা আন্দোলনকারীদের ব্যাগ তল্লাশী করা হচ্ছে।
বুধবার দুপুরে সমাবেশের সন্নিকটে রুপসী বাংলা হোটেলের সামনে র্যাবের একটি চেকপোস্ট বসানো হয়েছে। স্কোয়াডে মোট ৮টি প্রশিক্ষণ প্রাপ্ত ডগ বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণে ব্যাবহার করা হচ্ছে।
এছাড়া সেখানে ৫০ জন র্যাব সদস্যও মোতায়েন করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, দুই দিন ধরে নগরীতে জামায়াত-শিবির নাশকতা চালাচ্ছে। শাহবাগে এ ধরনের কোন নাশকতা না হয় তাই বাড়তি এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শাহবাগের ডগ স্কোয়াডের দায়িতে রয়েছেন র্যাব ডগ স্কোয়ডের উপ-সহকারী পরিচালক কে এম ইয়াহিয়া। তিনি বলেন, সমাবেশে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে এই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
নগরীতে জামায়াত-শিবিরের তাণ্ডবের পরিপ্রেক্ষিতেই শাহবাগে প্রথম বারের মতো ডগ স্কোয়াড কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বাংলানিউজকে বলেন, সেই ব্যাপারটিও আমাদের মাথায় রয়েছে।
আমাদের প্রধান দায়িত্ব জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। আর সে জন্য আমাদের এই জোরদার নিরাপত্তা ব্যবস্থা। @বাংলানিউজ
সহযোদ্বা হিসাবে আমার পাশে থাকার অনুরোধ রইলো Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।