বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।
বিজয়ীরা সব সময় বিজয়ী। তাদের আছে প্রাপ্তি, তাদের আছে সন্মান। তারা সব সময় বুক উঁচু করে ঘুরে বেড়ায়, গর্ব করে কথা বলে। তাদেরকে আমি সম্মান ও শ্রদ্ধা করি।
কিন্তু যারা পরাজিত, শত চেষ্টা করেও বিজয়ের সীমানায় যারা আসতে পারে নাই; তাদের আমরা কি বলব। আমরা ভুলে যাই তাদের খুব সহজেই। কষ্ট একটাই তাদের শ্রমটাকে, তাদের নিষ্টাকে আমরা মনে রাখতে চাই না। তাদের চোঁখের পানি তাদের আকুতি কেউ মূল্য দেয় না। মর্যাদাবিহীন আশ্রিত নাগরিক।
শত মানুশের ভিড়ে আমি কল্পনাবিহীন একজন মানুষ। পরাজিত, সত্যিকার অর্থেই একজন পরাজিত সৈনিক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।