আমাদের কথা খুঁজে নিন

   

পরাজিত বীর ...

জীবনের কাছ থেকে ছুটি নিয়ে ... দূরে বহুদূরে একাকী নির্জনে আত্মশুদ্ধি

আর একটি মাত্র বাঁধা, আর অল্প একটু ক্ষণ, এইত সামনের ঐ বাঁকটুকু পেরোলেই জয়ের আনন্দে,প্রাপ্তিতে ভরে উঠবে মন । অবশেষে তার সমস্ত প্রতীক্ষা আর কষ্টের পুরষ্কার । হার না মানার পুরষ্কার । প্রবল অন্ধকারেও শুধু ভালত্বকে আঁকড়ে রাখার জয়মাল্য । আহ ক্লান্তিকে মুছে ফেলে এখনি সে আনন্দে মাতবে না ।

আরও একটি হিসেব যে বাকি আছে । "দেখবো নাকি আর একটু আপেক্ষা করে" ... হাসিটুকু লুকিয়ে সরল কন্ঠেই বলে উঠে বীর । তাকে অবলীলায় জয়মাল্য দেয়া যায় । তারই মত শত শত তরুণ যেখানে চোখ বুজেই ঝাঁপ দেয়, হারিয়ে ফেলে চৈতন্য ... সেখান থেকে সে ফিরে এসেছে, তাও খালি হাতে নয়, নীল নবনীর সোনালি রাজকন্যার মন জয় করে ফিরেছে সে । ধন, সম্পদ,ঐশ্বর্য্য, প্রাচুর্য্য আর শক্তিমত্তায় নয় বরং রাজকন্যার ভালোবাসা পেয়েছে সে ভালোবাসার শুভ্র সুন্দর শক্তি দিয়েই ।

তাই এখন ত তার হাসারই কথা ... । কিন্তু তার মুখে এখনও বিস্তৃত সেই হাসির রেখা ফেটেনি, ওদিকে নবনীতা বসে আছে পথ চেয়ে, শত চিন্তার পথ খুলে ... এখনি তাকে থামলে চলবে না । টু বি কন্টিনিউড...(এক্সপেরিমেন্টাল )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।