কতকাল আমি বসে আছি পথপানে ছেয়ে,
শুধু এক পলকের অনুভুতি,
শুধু আর একবার, আর একটিবার তোমার হাসি দেখবো,
বিনিময়ে আমি পাগল হবো, অন্তত একটু সময়ের জন্য হলেও
তোমার শরীর স্পর্শ করবো।
তোমার স্নিগ্ধ কাল চুলের বন্নায় ভিজিয়ে নিব আমার অঝর শ্রাবন।
তোমাকে নিয়ে লিখতে গিয়ে বারবার বিদ্রোহ করেছে কলমগুলো
আত্মহত্যার মিছিলে শামিল ভালোবাসায় আমি হয়েছি বঞ্ছিত।
তারা চায়না তুমি বেঁচে ত্থাক আমার কবিতায়।
অথছ আমিতো বিকিয়ে দিয়েছি আমার কবিতাগুলো ভালোবাসার কাছে,
পরাজিত এক ভালোবাসার কাছে।
হ্যা, তোমাকে ভেবেই লেখা আমার কবিতা,
যদি ভেবে নাও আমি উৎসর্গ করেছি তোমায়, ভুল ভেবেছ,
আমি চাইনা আমার কবিতাও পরাজিত হোক,
আমার ভালোবাসার মতো...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।