শয়তানের পরজীবি লতায় আষ্টেপিষ্টে বাধা আমি।
বাসে উঠে বাচ্চারা করে শুধু ব..মি।
পরজীবি শয়তান, বাসা তার আমার মনে।
হাহ্ হা, লাফালাফি করে বাসের লোক জনে।
আমার রসে সে করে রং।
বাচ্চারা হাত তালি, দেখ কত ঢং।
মারা গেলে আমি, চলে যাবে জানি।
লোকজন বাসে ডালে, পানি আর পানি।
ঘুরে ঘুরে খুজে মন, পরজীবি শয়তান।
এই বার খেল সবাই, ঐ দেখ ময়দান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।