মাটি ও মানুষের বন্দনায়...
তবু কিছু বলবার থেকে যায়।
স্বপ্নের মোড়কে বৃত্ত বন্দি তুমি
বৃত্তের পরিধি অসীম নয়
নাগালের বাইরে।
কেউ কেউ বলে কবিদর চারণক্ষেত্র
নাগালের বাইরে হয়ে থাকে।
স্বীকার্য। তবে এ নাগাল অবাস্তবতাকে
অতিক্রম করে যেতে পারে না।
এখানেই হার সব কবির।
লোকে বলে
কবিরা
নিরব হয়, পরাজিত নয়।
আমি বলি
নিরতাই পরাজয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।