ব্যাস্ততার কারনে নিয়মিত ব্লগে আসতে পারছি না ! আপাতত পোষ্ট করা থেকে কমেন্ট করাতেই বেশি উৎসাহী । একজন অন্ধ ছেলে পায়ের কাছে একটি টুপি নিয়ে একটি বিল্ডিং এর নিচে বসল। তার সাথে থাকা একটি কাগজে সে বলল: “আমি অন্ধ, সাহায্য করুন “। টুপিতে শুধুমাত্র কয়েকটি কয়েন ছিল।
একজন পথচারী তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল।
তিনি তার পকেট থেকে একটি কয়েন নিয়ে ঐ টুপিতে রাখলেন, তারপর সে ছেলেটির কাগজটি হাতে নিলেন এবং কাগজটির লেখাটি কেটে আর একটুঅন্য ভাবে লিখে কাগজটি আবার আগের জায়গায় রেখে দিলেন, তাই ঐ পথ দিয়ে হেঁটে যাওয়া সবাই ঐ কাগজটি দেখছিল। অনেক মানুষ ঐ ছেলেটিকে কয়েন দিচ্ছিল, খুব তাড়াতাড়ি ঐ টুপিটি কয়েন এ ভরে গেল। ঐ দিন বিকালে যে পথচারীটা ঐ কাগজের লেখাটি পরিবর্তন করে দিয়েছিল সে আবার দেখতে এলো যে কি ঘটল। ছেলেটি তার পায়ের শব্দ বুঝতে পেরে তাকে জিজ্ঞেস করল “তুমিই কি সেই যে সকালে আমার এই কাগজের লেখাটি পরিবর্তন করে দিয়েছিলে?” “তুমি কি লিখেছিলে”
লোকটি বলল, “আমি শুধুমাত্র সত্য কথাটি লিখেছিলাম , তুমি যা প্রথমে বলেছিলে আমি তাই বলেছিলাম কিন্তু ভিন্ন ভাবে । “
লোকটি যা লিখেছিল তা হচ্ছেঃ “ আজকে অনেক সুন্দর একটি দিন, কিন্তু আমি দেখতে পারছি না…”
আপনি কি মনে করেন প্রথম লেখাটি এবং পরের লেখাটির অর্থ একই?
অবশ্যই দুইটি লেখাতেই বলা হয়েছে যে ছেলেটি অন্ধ।
কিন্তু প্রথম লেখাটিতে সাধারণ ভাবে বলা হয়েছে “ছেলেটি অন্ধ”। দ্বিতীয় লেখাটিতে সবাইকে বলা হয়েছে “তোমরা খুবই ভাগ্যবান যে তোমরা অন্ধ নও। “ পরের লেখাটি পড়ে আমাদের কি বিস্মিত হওয়া উচিত যে সাইনটি ছিল আরও কার্যকরী।
Moral of the Story : তোমার যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকো । সৃষ্টিশীল হও, উদ্ভাবনী হও, চিন্তা করো ভিন্নভাবে এবং ইতিবাচক, কাজ করো এমন ভাবে যা কার্যকর হয় ।
Change Your Words
Change Your World ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।