আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টিশীল ব্যাকরণের সীমাবদ্ধতা

প্রেমিকার বর্ণনা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। পলেস্তারার মতো খসে পড়ছে সিগারেটের ছাই। চারদিকে মদনের ছড়াছড়ি।দ্যাখো, ক্লান্ত আমি তীরবিদ্ধ বুকে শুদ্ধতম অশ্লীলতা ছাপাই। ডাস্টবিনে পড়ে আছে প্রেম;ভাগাড়ের আকাশে শকুনের উড়াউড়ি রক্তের মাঝে বয়ে যাচ্ছে অস্পৃশ্য বিষ; দ্যাখো, জঞ্জালেও কেমন মাথা তুলে দাঁড়িয়েছে রূক্ষ রূক্ষ গুচ্ছ গুচ্ছ কম্পিত ধানের শীষ। জেনেছি ঐশ্বরিক বার্তায়ঃ মানুষেরই অপর নাম মোকাররম ইবলিশ। ঈগলের চোখের মতো ঢুলঢুলু প্রেমে এবং প্রেমে আর শ্রমে;অথবা গাধার কানের মতো ক্লান্ত প্রেমে কিংবা, কুকুরের বাঁকানো লেজের মতো অশ্রান্ত প্রেমে শ্রমে আর ঘামে এবং ঘামে আর প্রেমে শুধু দেখেছি এক অদ্ভূত বিষণ্নতা চেয়ে রয় মেলে দিয়ে তার ডাগর ছাতা। তাই ছিড়ে ফেলে কবি সবকিছু;ছিড়ে ফেলে তার কমনীয় কবিতা। দেখেছি, প্রচন্ড রোদে কেমন ঝলসে উঠে আদিম হাওয়া ‘কহ,হে দেবী,অমৃতভাষিণী’,কোন পথে গেলে আদম পাবে তোমার সীমানা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.