আমাদের কথা খুঁজে নিন

   

সৃষ্টিশীল কাজের মধ্যে বেঁচে থাকতে চাই

চলচ্চিত্রে ফিরলেন, মাঝে দীর্ঘ বিরতি কেন?

হ্যাঁ, ১৯৯২ সাল থেকেই নিয়মিতভাবে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে কাজ করেছি। তবে ১৯৯৫ সালে নাট্য প্রযোজনা সংস্থা ভিডিও মিডিয়াতে ব্যস্ত হয়ে পড়ি। এ জন্য চলচ্চিত্র এমনকি চাকরিও ছেড়ে দিয়েছিলাম। মানে ভিডিও মিডিয়ার কাজকেই পেশা হিসেবে গ্রহণ করলাম।

 

'রানা প্লাজা' চলচ্চিত্রে কাজ করে কেমন লাগছে?

অবশ্যই ভালো লাগছে, কারণ সত্যি ও মর্মস্পর্শী ঘটনাকে কেন্দ্র করে 'রানা প্লাজা' নির্মাণ হচ্ছে।

নজরুল ইসলাম খান দক্ষতার সঙ্গে কাহিনী বিন্যাস করেছেন। এতে আমার চরিত্র বেশ মজার। বস্তির মধ্যে আমি বাড়িওয়ালা। মানে বড়লোক। আমার বাড়িতে ভাড়া থাকে গার্মেন্টকর্মী রেশমা।

তার করুণ ঘটনায় ভেঙে পড়ি।

 

নাটকের মান এখন কেমন?

ভালো। যদিও এতে বাণিজ্য ঢুকে পড়েছে, তারপরও বলব স্বল্প বাজেটে রুচিসম্মত এবং সৃষ্টিশীল নাটক তৈরি হচ্ছে। এ সব নাটকে কাজ করে শিল্পীরা আনন্দ পাচ্ছে, দর্শকও সাদরে গ্রহণ করছে। তবে বিজ্ঞাপন প্রচারের আধিক্যের কারণে দর্শক আগ্রহ নষ্ট হচ্ছে ।

 

সুচিত্রা সেনকে নিয়ে নাটক নির্মাণ বিষয়ে বলুন।

ক'বছর আগে ফেরদৌস রানার রচনায় 'হারানো সুর' নামে উত্তম-সুচিত্রাকে ঘিরে একটি নাটক নির্মাণ করেছিলাম। নাটকটি অসাধারণ জনপ্রিয়তা পেয়েছিল। আসলে এ জুটির আবেদন কখনো ফুরোবার নয়। সুচিত্রা সেন স্বপ্নের রাজকুমারী।

বাংলা চলচ্চিত্রের শাশ্বত নায়িকা। আজীবন সবার আইকন হয়ে বেঁচে থাকবেন তিনি।

 

আগামীতে দর্শক আপনার কাছ থেকে ছোটপর্দায় কী উপহার পাচ্ছে?

রবীন্দ্রনাথ ঠাকুর এবং শওকত আলীর পাঠকপ্রিয় রচনাগুলো নিয়ে মেগা ধারাবাহিক নির্মাণ শুরু করব শীঘ্রই। তা ছাড়া অন্যান্য বিখ্যাত লেখকের সৃষ্টি নিয়েও কাজ করে যাব।

 

চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আছে?

অবশ্যই আছে, পাঁচ বছর আগে মুক্তিযুদ্ধভিত্তিক একটি গল্প নিয়ে নাটক তৈরি করেছিলাম।

গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। নাটকটির শিরোনাম ছিল 'বাড়ী ৭১'। নাটকটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে সিনেমার লোকজন পর্যন্ত দেখে অনুরোধ করেছিলেন যেন এ গল্পটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করি। সেই অনুপ্রেরণা থেকেই এখন 'বাড়ী ৭১'-কে সেলুলয়েডের ফিতায় বন্দী করব।

 

প্রতি বছরের মতো এবারের বইমেলাতেও আপনার নতুন বই প্রকাশ হবে?

হ্যাঁ, 'শোধ' নামে আমার একটি গল্প সংকলন একুশের বইমেলায় প্রকাশ হবে।

এতে নির্বাচিত পাঁচটি গল্প থাকছে। এ পর্যন্ত আমার লেখা ২০টি বই প্রকাশ হয়েছে। ইচ্ছা আছে প্রতি বছরের বইমেলায় অন্তত একটি করে বই প্রকাশ করার। আসলে লেখালিখি, চলচ্চিত্র ও নাটক নির্মাণ এবংঅভিনয় মানে সৃষ্টিশীল কাজের মধ্যে আজীবন বেঁচে থাকতে চাই।

* আলাউদ্দীন মাজিদ

 

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.