আমি একজন সাধারন মানুষ। আমার ক্লাস টু পড়ুয়া ছাত্রের সাথে কথপোকথন........ আমি: পড়া মুখস্ত হয়েছে, ছাত্র: জ্বী স্যার আমি: তা হলে লিখে ফেল ঝটপট ছাত্র: স্যার, কালকে আমার আব্বু নতুন খাতা কিনে দিয়েছে দেখন কত মোটা ইনডিয়ান খাতা! (লিখতে লিখতে) ইনডিয়ান পেন্সিলে কত সুন্দর লেখা হয় দেখেন স্যার ( একটু পর পেন্সিল ভেঙ্গে ফেলে) স্যার কত তাড়াতাড়ি পেন্সিল কাটা যায় আমার ইনডিয়ান কাটার দিয়ে ! আমি: এত ইনডিয়া- ইনডিয়া করছ কেন, তাড়াতাড়ি লেখা শেষ কর ছাত্র: যুদ্ধের ইনডিয়া আমাদের না বাচাঁইলে পাকিস্তানিরা আমাদের মেরে ফেলত তাই মাই লাভ ইনডিয়া ! আমি: আচ্ছা বলত আমাদের দেশের নাম কি ? ছাত্র: ইনডি-য়া !!! এই যদি হয় নতুন প্রজন্মের অবস্থা তবে আমাদের জাতীয়তা পরিবর্তন হতে আর খুব বেশি সময় লাগবে না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।