আমাদের কথা খুঁজে নিন

   

ঘুষের জন্য কাল ক্ষেপণ করছিল পুলিশ।

ঢাকা, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০১২, ৫ ফাল্গুন ১৪১৮, ২৪ রবিউল আউয়াল ১৪৩৩ হোম বিশাল বাংলা এক যুগ পর স্বপন হত্যা মামলার অভিযোগপত্র এক যুগ পর স্বপন হত্যা মামলার অভিযোগপত্র নেত্রকোনা প্রতিনিধি | তারিখ: ১৭-০২-২০১২ দীর্ঘ প্রায় এক যুগ পর নেত্রকোনা জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গত বুধবার জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (ইন্সপেক্টর) খন্দকার ফজলে রহিম। আলোচিত এই হত্যা মামলায় সাক্ষী করা হয়েছে ৫৩ জনকে। তবে মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম মোস্তফাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিদের সবাই বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে আছেন।

সিআইডির পরিদর্শক খন্দকার ফজলে রহিম জানান, দীর্ঘ তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এজাহারভুক্ত আসামির বাইরে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন দেলোয়ার জাহান। তাঁর বিরুদ্ধে স্বপন জোয়ারদার হত্যা ছাড়াও ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রসুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সিআইডি পরিদর্শক বলেন, তদন্তে এ টি এম মোস্তফার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় অভিযোগপত্র থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০১ সালের ২৮ নভেম্বর নেত্রকোনা জেলা শহরের তেরীবাজার মোড়ে রাত সাড়ে ১১টায় দুর্বৃত্তরা স্বপন জোয়ারদারকে গুলি করে হত্যা করে।

ঘটনার তিন দিন পর নিহত স্বপনের ভাই রঞ্জিত জোয়ারদার জেলার আটপাড়া ছাত্রদলের সাবেক সভাপতি মোর্শেদ হাবিব ওরফে জুয়েল, মাজহারুল ইসলাম ওরফে মামুন, সাইফুল আলম ওরফে সোহেল, মাসুদ রানা ওরফে লিটন এবং এ টি এম মোস্তফার নাম উল্লেখসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের অজ্ঞাত নেতা-কর্মীকে আসামি করে নেত্রকোনা থানায় হত্যা মামলা করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.