আমাদের কথা খুঁজে নিন

   

ঘুষের টুকরো ছড়া

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল ঘুষের ঠ্যালায় দেশটা মোদের সামাল সামাল রব করে টপ টু বটম ঘুষের নেশায় আজব রকম ছল করে। । ডিজিটাল এই বাংলাদেশে ফ্যাক্সি চলে ঘুষের এটাই নাকি ডিজিটাল ঘুষ কেউ না ভাবে দুষের। । আরও বড় ঘুষ আছে ভাই ফ্যাট বাড়ী বা দামী কার ঘুষের ঠ্যালায় সয়লাব এখন অফিস টফিস হাটবাজার।

। ঘুষের জ্বরে দেশটি মোদের কাঁপছে অমন ভিষন কাঁপা ঘুষ না পেলে রেগে আগুন সাহেব কিংবা ম্যাডাম আপা। । আগের যুগে ঘুষ ছিল ভাই টেবিলের ওই নিচ দিয়ে এখন চলে খোলামেলা রাজপথের ওই পিচ দিয়ে। ।

ঘুষ না খেলে রাতারাতি বাড়ি গাড়ি আসবেনা পাহাড় সমান বিত্ত ছাড়া গিন্নি ভালোবাসবেনা। । ঘুষ না খেলে বউয়ে করে দিবা রাত্রি জ্বালাতন বড় দাগের ঘুষ পেতে তাই মনটা করে উচাটন। । দালাল আছে হরেক রকম দালাল আছে ঘুষের বর্তমানে কেউ ভাবেনা ঘুষটা তেমন দুষের।

। দালাল আছে ঘুষের দালাল অফিস কিংবা বাসায় ঘুষের টাকায় কাউকে হাসায় কাউকে আবার ফাসায়। । ঘুষকে আবার উপরি বলে কত্তো লোকে খায় পল্লী গায়ের বিচারকরাও ঘুষ নিয়ে দেয় রায়। ।

সরাসরি টাকা দিতে যদি করে শরম গিন্নির কাছে মাছ নিয়ে যায় কাজটা হতে গরম। । চালাক চতুর অফিসাররা ঘুষের টাকা লয়না হাতে কেরানী বা দালাল দিয়ে ঘুষটা তোলায় ইশারাতে। । ন্যায় বিচার আজ ঘুষের মাঝে হয়ে গেছে লীন টপ টু বটম ঘুষের নেশায় ব্যস্ত প্রতিদিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.