ঘুষের টাকা লেনদেনের সময় দেড়লাখ টাকাসহ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআর) জুনিয়র অফিসার মো. আব্দুল মোতালেবকে হাতনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুপুর সোয়া ১টায় রাজধানীর মতিঝিলের পূর্বাণী হোটেল থেকে দুদকের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।
রিয়ালাইন্স ইন্স্যুরেন্সের বিজয় নগর শাখার ব্যবস্থাপক তৈয়ব মহাসিন আব্দুল মোতালেবকে ঘুষের টাকা দিতে হোটেলে আসেন। খবর পেয়ে দুদক টিম ঘুষ প্রদানের সময় উভয়কে আটক করেন। অভিযানে অংশ গ্রহন করেন, দুদকের পরিচালক মেজর ইমরান, উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান এবং সহকারী পরিচালক ফজলুল হকসহ ৫ সদস্যের একটি টিম। মতিঝিল থানায় এব্যাপারে মামলা দায়ের হবে বলে দুদক সূত্র থেকে জানা যায়।
জানা যায়, রিলায়েন্স ইনসুরেন্স কোম্পানিতে যেয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা বলে আড়াই লাখ টাকা ঘুষ দাবি করেন আব্দুল মোতালেব। তবে রিলায়েন্সের পক্ষ থেকে দেড় লাখ টাকার প্রস্তাব করলে তিনি তাতে রাজি হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।