জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি ও যুবরাজ তারেক রহমান ২০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের কাছ থেকে। বিষয় ছিল খুনের মামলা ধামাচাপা দেওয়া। সেটি চাপা পড়েছিল বৈকি কিন্তু সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের সরকার পাল্টে দেয় সবকিছু। সেনাবাহিনীর সেই প্রধান সেনাপতি এখনো বহাল তবিয়তে আছেন। কিন্তু গত ২ দিন ধরে মিডিয়ার জোরে নিশ্চয়ই কারো জানার বাকি নাই প্রধান সেনাপতি সাজাপ্রাপ্ত ও কয়েকটি মামলার পলাতক আসামী বসুন্ধরার প্রধান সেনাপতির কাছ থেকে উপহার গ্রহন করেছেন।
উপহার গ্রহন করাটা যেমনই হোক, সাজাপ্রাপ্ত আসামী বিদেশ থেকে দেশে আসলো কোন বাহনে? এবারও কি তাহলে সরকারের কোন মন্ত্রিরা ঘুষ গ্রহন করেছেন? শাহ আলম দেশে কতদিন ধরে এসেছেন ? এখনো ধরা পড়লো না কেন? সরকার প্রধান, স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রিরা এসব কিছু জানেন কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।