আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধে যাবো ফের ( ভব’র গান ২৪)



কত মতবাদ কাকে দিই বাদ
অলক্ষ্যে দেখি সবই জল্লাদ
রুখো জঙ্গীবাদ রুখে দাও জল্লাদ
রুখে দিতে ওদের যুদ্ধে যাবো ফের

ওরা নারীকে ভাবে ভোগ্যপণ্য, নিত্য ব্যবহার্য
আজ যুদ্ধ অনিবার্য
বুকেতে বহমান রক্ত শহীদের
রুখে দিতে ওদের যুদ্ধে যাবো ফের

মুক্তবুদ্ধী নাস্তিক ওরে নাস্তিক মুরতাদ
কতল করো কতল করো ওরা ডাকে জিহাদ
শহীদ মিনার ভাঙ্গে ভাঙ্গে মন মন্দির
হত্যা করতে জিকির ধরে নারায়ে তাকবির
ওরা ৭১ এর শকুন সেই পুরোন চিল
মানবতাকে ঠুকরে ঠুকরে কামিয়াবী হাসিল
ধর্ম ওদের পুঁজি ওদের ধর্মে রুটি-রুজী
শান্তির বিপরীত, ওদের বেহেস্ত নিশ্চিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।