আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধে যাবো

স্বপ্নবাজ। একটা রাতের রংধনুর স্বপ্ন দেখি...। -কিঙ্কর আহ্সান যুদ্ধে যাবো -কিঙ্কর আহ্সান (অবতরনিকা) যুদ্ধে যাবো,যুদ্ধে- ভালো লাগার যুদ্ধে, ভালো না লাগার যুদ্ধে। ভালো বাসার যুদ্ধে,ভালো না বাসার যুদ্ধে। হিজলের বনে-আনমনে পাখির আনাগোনায়, মস্ত আকাশটা যখন হাফ ছেড়ে বাঁচে, গোটাকতক ফুল হেসে হয় কুটিকুটি, কাজ থেকে নিয়ে ছুটি-ঘাস,বুনো ফুল,শিশির তখন হালকা আগুনের আঁচে, পুড়িয়ে নিতে বলে মন,বলে- ‘কবি তুই করেছিস যুদ্ধে যাবার পন, কাটবে কি তাতে পাপ শত? কিশোরীর মন,শরীরে শব্দ দিয়ে যে তুই করেছিস ক্ষত, বিধাতার মতন এলেবেলে সব খেলা শেষে, ভেঙেছিস যতটা শরীর,তার চেয়েও বেশি অনুভূতি,বিশ্বাস- বলছি যুদ্ধ তোকে ভুলতে দেবে, তবু দেবেনা বাতাসে বাস করেও হাফ ছেড়ে বাঁচার নিঃশ্বাস।

দেবেনা যুদ্ধ...’ (সমাপনী) কসম- ‘শব্দগুলো এখন কেমন যেন, রক্তে আর করেনা বসবাস। ’ কসম- ‘টের পাই এখন আর কবি নেই আমি,নেই কবিতায়, ক্ষুধার্ত,তৃষ্ণার্ত,ক্লান্ত শব্দ,ছন্দগুলো আমায় ফেলে যুদ্ধে চলে যায়। ’ কসম- শুনেছি,শব্দ গুলো যাবে পাওয়া যুদ্ধে গেলে,শহীদ হলে, আমি তাই যুদ্ধে মনোরঞ্জন করতে যাওয়া কিশোরীর কাছে রক্তের বিনিময়ে হাত পেতে ফিরে পেতে চাই কবি ও কবিতা। কসম- ঠিকঠিক একদিন... যুদ্ধে যাবো,যুদ্ধে- ভালো লাগার যুদ্ধে, ভালো না লাগার যুদ্ধে। ভালো বাসার যুদ্ধে,ভালো না বাসার যুদ্ধে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।