আমাদের কথা খুঁজে নিন

   

ভার্চুয়াল জগতের সকল আপুদের জন্য সতর্কবার্তা। No 18+

পুরো বিশ্বজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। বেড়েছে মানুষের ব্যস্ততা সেই সাথে ছোট হয়েছে বিশ্ব। কারন তা এখন মানুষের হাতের মুঠোয়। পুরো বিশ্বের চলমান গুরুত্বপুর্ন সব খবরাখবর যেনে নিতে পারি মুহুর্তেই ইন্টারনেটের সহয়তায়। পরিবর্তন হয়েছে মানুষের সামাজিক যোগাযোগে।

আগে যেখানে যোগাযোগটা হত সামাজিক আচার অনুষ্টান কেন্দ্রিক সেখানে এখন যুক্ত হয়েছে ভার্চুয়ালিটি। এখন আর আমরা খোজখবর নিতে অন্যের বাসা বাড়িতে যাই না। সেরে নেই ভার্চুয়াল জগতের সহয়তায়। বর্তমান সময়টা এখন ফেসবুক আর ইউটিউবের জয়জয়কার। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকের কোন জুড়ি নেই।

ছবি শেয়ার করতে এখন সবাই ফেসবুক ব্যবহার করেন। বাহ! কি চমতকার। কতই না সুন্দর সুবিধা স্বল্প সময়ে নিজের তোলা সুন্দর সুন্দর ছবিগুলো সবার মাঝে শেয়ার করতে পারছি। সেই সাথে কত সুন্দর সুন্দর কমেন্টস। এসবে কার না ভাল লাগে।

কিন্তু সবভাল তে কিছু না কিছু মন্দ থাকে । ফেসবুকে ছবি শেয়ারিং এ কিছু মন্দ আছে যা পুরোটাই আপুকুলের জন্য প্রযোজ্য। আপুকুল খুব সুন্দর কিছু ছবি আপনি ফেসবুকে শেয়ার করলেন। নিজের ইমেজ বাড়ালেন বন্ধুমহল ও পরিচিতদের মাঝে। কিছু কমেন্টস পেলেন।

যেমনঃ সুন্দর হইছে, দারুন হইছে, অসাম, তোমার জামাটা অনেক জটিল, তুমি দেখতে অনেক সুন্দর, এক্কেবারে হিরোইন, তোমার কাছে নাইকা ফেল, লাল ড্রেসটা তোমারে জটিল মানাইছে, তুমি অনেক সেক্সি, তোমার ফিগারটা অনেক সুন্দর ইত্যাদি ইত্যাদি। আপনি পেয়ে আপনি গদ্গদ। কমেন্টস গুলোর রিপ্লাই দিলেন অনেক গুছিয়ে। কমেন্টস দেওয়া শেষ আপনি লগ আউট করে বের হয়ে গেলেন। আর আপনি জানলেন না আপনার শেয়ার করা ছবিগুলোর পরিনতি কি হতে পারে।

আমি বলে দিচ্ছি কি কি হতে পারে সেই ছবিগুলোর পরিনতি। ১) শেয়ার করা ছবিগুলো প্রথমেই ডাউনলোড হবে আপনার বন্ধু শত্রুর সবার পিসিতে। ২) শত্রু আপনার ছবিটা নিয়ে প্রথমে ফটোশপে অপেন করবে। তারপর কোন উলংগ মেয়ের ছবি নিয়ে তার গলার যায়গায় আপনার গলাটা বসিয়ে দিবে। পরিবর্তিতে সুজোগ বুঝে তা আবার সেই ফেসবুকেই শেয়ার দিবে।

সাথে আপনার ফোন নাম্বার থাকতে পারে। ৩)ডাউনলোড করবে পাড়ার মোড়ায় মোড়ায় ছোট ছোট মোবাইলের ব্যবসায়ীরা যারা তাদের হার্ডডিস্কের কালেকশন বাড়াবে। পরবর্তিতে বিভিন্ন লোকের মোবাইলে লোড করে আয় করবে। ফোল্ডারের নাম দিবে বাংলাদেশি সেক্সি মেয়ে, বাংলাদেশি মাগি, বাংলাদেশি কল্গার্ল, বাংলাদেশি ভার্সিটি কল্গার্ল । এই রকম হাজারো নাম যার সাথে সেক্স কল্গার্ল এইশব্দ গুলো থাকবে।

৪) ডাউনলোড করবে এডসেন্স ব্যবসায়ীরা। পাবলিশ করবে তাদের সেক্স সাইটে। নাম দেওয়া হবেঃ বাঙ্গাদেশী সেক্সী গার্ল, কলেজ গার্ল, স্কুল সেক্সী গার্ল, বাংলা সেক্সি আরো অনেক নাম যার সাথে অবশ্যি সেক্স কথাটা থাকবে। ৫) ডাউনলোড আপনার প্রাক্তন প্রেমিক। তারপর আবার সেই ফটোশপ এডিটিং।

সবশেষে ফেসবুকে স্থান। ৬) ডাউনলোড করবে ফেসবুকে বিভিন্ন ফেজের এডমিনরা। শেয়ার করবে তাদের পেজে। আপনার ছবির সাথে জোড়া লাগানো থাকবে সানি লিওনের ছবি। সানি লিওন কে জানা না থাকলে "সানি লিওন" লেখে গুগোলে সার্চ দিন , পেয়ে যাবেন সব তথ্য।

৭) ডাউনলোড করবে এস্কর্ট সার্ভিস সরবরাহ কারী লোকগুলো খাটি বাংলা ভাষায় যাদের মা......???......... দের দালাল বলে। এস্কর্ট কি এইটা না বুঝলে আবার বলছি " bangaldeshi escort service" এতটুকু লিখে ফেসবুক ও গুগোলে সার্চ দিন, পেয়ে যাবেন। এমন ও হতে পারে দুই বছর আগে আপনার তোলা একটা ছবি তাদের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে আছে। সাথে আপানার শরিরের লোভনীয় বর্ননা। সর্বশেষ হাকানো দাম।

অথচ আপনি জানেন না কি করে সেখানে আপনার ছবি গেল। আপনি জানেন না আপনার ছবি দেখিয়ে তারা ব্যবসা করে। থাকেন বাংলা দেশে অথচ আপানার ছবিকে এডিট করে ক্যাপসান দেওয়া হল ইন্ডিয়ান এস্কর্ট। আরো অনেক পরিনতির উদাহরন দেওয়া যাবে। কিন্তু আর লিখতে পারছি না।

হাত ব্যাথা হয়ে গেছে। তাই সর্বশেষ একটি কথাই আপুদের উদ্দেশ্যে বলছিঃ ভারচুয়াল জগতের সাথে নিজেকে সম্প্রক্ত রাখুন তবে একটু সাবধান। যাচ্ছে তাই ভাবে নিজের ব্যক্তিগত তথ্য ছবি শেয়ার করবেন না। করবেন তবে একটু সাবধানী হয়ে কারনও ভার্চুইয়াল জগত ফেসবুক ইন্টারনেট এইসবের বিরোধী না বরং ব্যবহারের পক্ষপাতি। সবশেষে আপনাদের শুভ কামনায় উদাসপথিক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.