যা কিছু ভাল লাগে
মোবাইলে ইন্টানেটের মাধ্যমে রেডিও শোনার একটি চমৎকার এবং সম্পূর্ণ ফ্রী সফটওয়্যার হচ্ছে ভার্চুয়াল রেডিও। সিম্বিয়ান সাপোর্টেড যে কোন মোবাইলে এটি ইনস্টল করা যাবে। তবে এক্ষেত্রে আপনার মোবাইলে অবশ্যই আনলিমিটেড ইন্টারনেট থাকতে হবে। নিচের লিংক থেকে এটি ডাউনলোড করতে পারবেনঃ
Click This Link
ভার্চুয়াল রেডিওর অফিসিয়াল সাইট হচ্ছেঃ
http://www.vradio.org
নিচের লিংকটিতে আপনি সাপোর্টেড সকল মোবাইলের একটি লিস্ট পাবেনঃ
http://www.vradio.org/buy.php
আমি বেশ কিছুদিন থেকে আমার নোকিয়া ৬৬৮০ এর মাধ্যমে রেডিওটি শোনে আসছি। সিলেটে গ্রামীনের ইন্টারনেটের স্পীড খুবই ভাল - 18kbps-22kbps ডাউনলোড স্পীড সব সময় পাই। ফলে ভার্চুয়াল রেডিওতে হাই কোয়ালিটির মিউজিক শোনতে পারি। তবে দুঃখ ছিল এটাতে বাংলা কোন চ্যানেল নাই। কিছুক্ষণ আগে ভার্চুয়াল রেডিও এর মডারেটরকে ইমেইল দিয়ে বাংলা চ্যানেল যুক্ত করার জন্য অনুরোধ করি এবং মডারেটর সাথে সাথে ৩ টি বাংলা চ্যানেল যুক্ত করে। চ্যানেলগুলো হচ্ছে -
Bangladeshconnection Radio --> in Asian - Wi-fi/3G section
Classic Music From Bangladesh --> in Asian section
WASHINGTON BANGLA RADIO --> in Asian section
যাদের মোবাইলে আনলিমিটেড ইন্টারনেট আছে তারা এই রেডিওটি টেস্ট দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভাল লাগবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।