অল্প কিছু মানুষের লোভ-লালসা, চুরি আর দূর্নীতির স্বীকার হয়ে শত শত নিরপরাধ মানুষ বিভিন্নভাবে নিষ্পেষিত হয়ে মারা যাচ্ছে প্রতিদিন । জ্বলে পূড়ে ছারখার হচ্ছে নিরীহ খেটে-খাওয়া মানুষ । কেউ হয়ত বিচ্ছিন্ন ঘটনা বলে দায় এড়িয়ে যাবে কেউবা শোক প্রকাশ করেই দায়িত্ব সারবে । এরপর আবার নতুন আগুন লাগবে মানুষের মনে । নতুন কোন খুন, অপহরণ রাহাজানি বা মৃত্যুর ঘটনা ঘটবে আর অতি উৎসাহী দেশবাসী আবার মেতে উঠবে সেই ঘটনায় । ফেসবুক, ব্লগ থেকে শুরু করে পুরো ভার্চুয়াল জগত মেতে উঠবে মেকি প্রতিবাদে । ড্রয়িং রুমের কিবোর্ডের বাটন হয়ে উঠবে প্রতিনাদের প্রধান হাতিয়ার । এর চাইতে অনেক বেশি মানুষও যদি প্রতিদিন মারা যায় কেউ এ অন্যায়ের প্রতিবাদ করবে না, রাস্তায় নেমে কেউ টু শব্দটিও করবে না, উচ্চাসনে বসে থাকা মানুষগুলোর জবাবদিহিতা নিশ্চিত করবেনা । এদেশের মানুষ জানে দেয়ালে পিঠ ঠেকলে কিভাবে দেয়াল ভেঙ্গে পেছনে যেতে হয়, কিভাবে শত আঘাত নিরবে সয়েও হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়, মৃত্যু নিশ্চিত জেনেও কিভাবে পা বাড়াতে হয় অগ্নিকূপে । হে বিশ্ববাসী, দেখে যাও আমরা কতটা ধৈর্য্যশীল জাতি, কতটা কষ্টসহিষ্ণু আমাদের শরীর, কতটা সুখী এদেশের প্রতিটি মানুষ, প্রতিটি ধূলিকনা ?? Click This Link আগুন লাগার নেপথ্যে]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।