পরিচয়: মানুষ; ঠিকানা: পৃথিবী; ধর্ম: মনুষ্যত্ব
ঈদপর্ব
প্রেমিকার সেমাই ঠোঁটের চেয়ে গণিকার ডিজিটাল চুম্বন যাদের কাছে অধিক সুখদ মনে হয়, সেই সব পতিতদের পারদ গলনে আমিও ঈষৎ আফিম-মগ্ন। যাবতীয় ভাংতি স্বপ্ন (হয়তোবা দুঃস্বপ্ন), অচল পয়সার পকেট হয়ে দুঃসময়ের পেটে যখন পরিপাকে ব্যস্ত, তখন আমিও ভেবেছিলাম ফাগুন কথা রাখে; নিরবতা ভেঙে বাদল বিজনে বেজে ওঠবে কৃষ্ণচূড়া মাদল। নৈঃশব্দ্যের শীতল হাওয়ায় জমে যেতে যেতে কতো কতো বার বলেছিলাম- আমায় দাও খানিক উষ্ণতা। ফাগুন শোনেনি কথা, পৃথিবীর সমস্ত আগুন বুকে নিয়ে ফিরে গ্যাছে অন্তহীন আঁধারে।
'উল্টো বসে আছি' হাওয়াই চেয়ারে কিংবা চেয়ারই আমার উপর বসে আছে কে জানে! বাতিল উৎসব উদগারে জীবনের পালস্ থেমে আছে এখানে, নিরুদ্দেশ কোলাহলে আটকে গ্যাছে অনুভূতির অনুরণন অনন্তকাল। রোদ-শূণ্যতায় শরীরে নিকোটিনই পরম ঔষধ জেনে, ভার্চুয়াল জামাই আদরে কবিয়াল হয়েছে দুধমাখা সেমাই। বিড়ালেরা বিনামূল্যে খেয়ে নাও, পতনের আগে আগে...
২১/০৯/২০০৯
পাদটিকা: 'পতিত' শব্দটি পতিতার বিপরীত শব্দ হিসেবে বিবেচিত হবে; আর 'উল্টো বসে আছি' কথাটি নির্ঝর নৈঃশব্দের কাছ থেকে ধার করা।
(প্রিয় পাঠক, ঈদ আপ্যায়নে এই অখাদ্য পরিবেশন করে আপনাদের হজমে কিঞ্চিৎ গোলমাল সৃষ্টি করার জন্য আন্তরিকভাবে দুঃখিত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।