আমাদের কথা খুঁজে নিন

   

ভার্চুয়াল প্রেম



আজ শনিবার। এক মে। নওমির কলেজ বন্ধ। বাইরেও কোথাও বেরুয়নি। ফেসবুকে ঘুরাঘুরি করতে ছিল।

হঠাৎ একটা মেসেজ আসল। "আপনার প্রোফাইলের ছবিটা এত বিমর্ষ কেন?"পড়েই কপালে একটু ভাঁজ পড়ে গেল। বিস্মিতও হল। ভাবছে উত্তর দিবে কি দিবে না। ভাবা ভাবির দোলাচলে থাকতে থাকতে এক সময় উত্তর লিখেও ফেলল।

"আপনা এটা মনে হল কেন?"এবং সেন্ট দিল। এক মুহুর্ত। তার পরই ফিরতি মেসেজ "না আপনি যে ভঙ্গিতে সৈকতের পাথরের উপর বসে আছেন তাই মনে হল। আসলেই ছবিটা একটু বিষন্নই হয়েছিল। ট্রয়'র সাথে গত কাল রিলেশনটা ব্রেকআপ হয়ে গেল।

। সবাই যখন পরদিন সৈকতে যাচ্ছিল তখন ওর মন ভীষন খারাপ। যেতে চাচ্ছিল না। কিন্তু এরিন আর সারা'র পিড়াপিড়িতে শেষ পর্যন্ত গিয়েছিল। মনটা প্রচন্ড খারাপ ছিল।

তাই ছবিটা ও রকম বিষন্ন হয়ে ছিল। তখন ছিল জানুয়ারি মাস। ডিসেম্বর থেকেই ট্রয় কেমন যেন বদলে যেতে থাকে। আসলে ও আর একটা প্রেম করতে ছিল। প্রায়ই ট্রয় তুচ্ছ কারন নিয়ে ঝগড়া করতো।

অসহ্য হয়ে গিয়েছিল ও। ট্যুরে গিয়ে বিষয়টা পরিস্কার হল তখন ও কষ্ট পেয়েছিল। কিন্তু ফেরানোর চেষ্টা করে নি। -আপনি বিষন্ন বলছেন কেন ,ওটা একটা মুড়। -হ্যাঁ বিষন্ন মুড়।

_একটা ছবির বাইরের দিকটা দেখে শুধু কি বিষন্ন বিচার করা যায়? -ওকে বাদ দেন। আপনার ইনফোতে দেখলাম রিলেশনসিপ স্টেটাস কম্পিকেটেট। কি বেপার বলুনতো। -না এমনি। এসব ভাল লাগে না।

-স্যাড কিছু? -থাকতেও পারে নাও পারে। -ওকে ফাইন। আপনি বোধ হয় বলতে চাচ্ছেন না। বাই বলেই ছেলেটা অফ লাইনে চলে গেল। নওমির মেজাজ চড়ে গেল।

ওকি আমাকে এভয়েড করল। ইনফো খোঁজে দেখল: নাম:সায়মন এরিখ ডেট অব বার্থ:১০-৮-১৯৯০ রিলেশনশিপ স্টেটাস:সিঙ্গেল কলেজ:অ্যামেরিকান ইন্টা: ইউনিভার্সিটি বাংলাদেশ হোম টাউন:লালমাটিয়া ,ঢাকা। পরদিন আম্মুকে মাথা ব্যাথার কথা বলে কলেজে গেল না। আবার ফেসবুক। এরিখও অনলাইনে।

ভাবছে নখ করবে কিনা। এর মধ্যেই মেসেজ আসল "কেমন আছেন বিষন্ন কন্যা?"লল -বিষন্ন মানে?মেজাজটা তেঁতে গেল। -ওকে সরি ,সুইট কন্যা। বিশ্মিত ও পুলকিত হল"আচ্ছা এত ইম্প্রোভ। এভাবে তিন দিন চলল।

ইতোমধ্যে ফোন নাম্বার দেয়া নেয়া হয়ে গেছে। চতুর্থ দিন রাত ২:৩০মিনিটে হঠাৎ করেই এরিখ বলল চল আমরা দেখা করি। -কবে ? -কাল। -না কাল আমার কোচিং আছে। -তবে পরশু।

-ওকে। পিজজা হাটে এরিখ বসে আছে একটা সাদা টি শার্ট পরে। -এরিখ? -নওমি? -ইয়েস। -সিটডাউন প্লিজ। এরিখ:আমি যতটা ভেবে ছিলাম তার চেয়েও অনেক বেশি সুন্দর তুমি।

নওমি:থ্যাঙ্কস। তুমিও অনেক স্মার্ট। এরিখ:থ্যাঙ্কস। এরপর থেকেই ওদের পথ চলা। নওমি কিন্তু ট্রয়ের কথা গোপন করে গেল।

এখন নওমিকে গুলশান কলেজের চেয়ে বনানীতেই বেশি দেখা যায়। বেশ ভালই চলছিল। আজ আশুলিয়া,কাল ধানমন্ডি,পরশু উত্তরা ,বেড়িবাঁধ। দিন গুলো বেশ রঙ্গীনই লাগছিল। -এরিখ বলতো এইতো আর এক বছর।

তার পর আমার বিবিএটা শেষ হবে। তার পর এমবিএ টা শেষ করেই জব। তার পর কাজী অফিস। একটা সুন্দর বাসা থাকবে। বাইরে বারান্দা,সেখানে তুমি আর আমি পূর্ণিমা রাতে বসে গল্প করব।

তারপর একটা বাচ্চা থাকবে। -নওমি বলে না এত তাড়াতাড়ি না। আমার ভয় করে। -আমি তোমার সাথে আছি না । আমি থাকতে তোমার কোন ভয় নেই।

এভাবেই ওরা কাছে আসতে থাকে। একদম ঘনিষ্ঠ। তাদের এই সপ্নিল পথ চলায় বাঁধা হয়ে হঠাৎ উদয় হয় ট্রয়। ট্রয়ের রিলেশনটা আবার ভেঙ্গে গেছে। একদিন এরিখ জিজ্ঞেস করে ,ট্রয়টা কে? চমকে উঠে নওমি,বলে ওর ফ্রেন্ড।

শুধু ফ্রেন্ড আর কিছু না? -আর কি হতে যাবে? -না ওর সাথে হঠাৎ ফেস বুকে দেখা। বলল তোমাকে চেনে। আর কিছু বলেনি। ভাবনার জগতে ডুব দিল নওমি। কিছুতেই কিছু মেলাতে পারছে না।

ওই শনিটা কী তাহলে ওর পিছু ছাড়বে না। -নওমিকে চুপ থাকতে দেখে এরিখ বলে কি হল জানু,কিছু বলছ না কেন? না এমনি মাথায় পেইন করছে। -কই দেখি বলেই ওর মাথায় হাত বুলিয়ে দিল এরিখ। এরিখের পরীক্ষা চলছে । তাই যোগাযোগ একটু কম হচ্ছে ।

তিন দিন পর হঠাৎ জরুরী ফোন । গুলশান লেকে আমি তোমার জন্য ওয়েট করছি। তাড়াতাড়ি চলে এসো। -এরিখ তোমার না পরীক্ষা -আমি বলছি তুমি একক্ষন চলে এসো। নওমির হার্টবিট বেড়ে গেল।

বুকের ভেতরের পোকাটা প্রচন্ড লাফালাফি করছে। আজ কিছু একটা হবে। লেকের পাড়ে এসেই দেখে এরিখের ভিন্ন চেহারা। যে চেহারা কোন দিন দেখেনি। -কি বেপার জানু।

-সাট আপ। হোয়াট ইজ দিস? -এরিখের হাতে ট্রয়ের সাথে তার ঘনিষ্ঠ মুহুর্তের ছবি দেখে হতভম্ব হয়ে গেল। এই ছবিতো ট্রয় ফেরত দিয়েছিল। -ইউ চিট। আই হেট ইউ।

ডোন্ট ট্রাই টু কনটাক্ট উইথ মি ফারদার। বলেই চলে এরিখ চলে গেল। ওর চলে যাওয়া পথে চেয়ে দিকে নওমির চোখ ভাসতে থাকল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.