চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। আসুন একটা ভার্চুয়াল স্বপ্ন দেখি। নিন্ম বর্নিত ভার্চুয়াল হিরোদের আপনার কাছে আপনার আদেশ পালনের জন্য এনে দিলে আপনি কি করবেন? ধরুন ব্যাটম্যান, স্পাইডারম্যান, ফ্যানটাস্টিক ফোর, থর, হাল্ক, কুংফুপান্ডা, স্ট্রিট ফাইটার গ্রুপ, রেম্বো, জেমস্ ব্ন্ড ইত্যাদি ইত্যাদি আরো বেশ কয়েকজন ভার্চুয়াল হিরোদের আপনার কাছে এনে ঐ হিরোদের বলা হলো আগামী 7 দিন আপনি যা বলবেন তা ই যেন ঐ হিরোরা অক্ষরে অক্ষরে পালন করে। এখন আপনি ঐ হিরোদের নিয়ে কি করবেন? প্লিজ শেয়ার করেন। প্লিজ। আমার টা শেয়ার করি, আমি ঐ হিরোদের সাহারা মরুভুমিতে নিয়ে গিয়ে বলবো একজনের সাথে আরেক জনকে ফাইট করতে। ঐ মারামারির দৃশ্য শুটিং করে তৈরি করবো পৃথিবীর সর্ব কালের সবচাইতে সেরা ফাইটিং ছবি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।