আমাদের কথা খুঁজে নিন

   

ভার্চুয়াল ডিজের লেটেস্ট ভার্সন এটোমিক্স ভার্চুয়াল ডিজে প্রো ৬.০.৮, ক্র্যাক, বিভিন্ন গূরুত্বপূর্ণ সাউন্ড এফেক্ট এবং ওই ডাউনলোডেই পেয়ে যান আপলোড করে আয়ের একটি পদ্ধতি(ফাইলের সাথে দেওয়া)

আছি ভালো কোনোরকমে।

আমার দুই বন্ধু ডিজে প্রিন্সের কাছ থেকে ডিজে শিখে এখন পার্টিতে শো করে, আর আমি করি ঘরে বসে এটোমিক্স ভার্চুয়াল ডিজে দিয়ে। আমরা যারা বর্তমানে কম্পিউটার চালাই এবং বিশেষত যারা গানের প্রতি আগ্রহ বেশী তারা এই সফ্টওয়্যারটার সাথে বিশেষভাবে পরিচিত। আর যারা অডিও মিক্সিং করে তারা তো কথাই নেই। অন্যান্য ডিজে সফ্টওয়্যার থেকে এটি বহুলাংশে জনপ্রিয়।

কিন্তু এটার নতুন ভার্সন আমাদের প্রায় সবার ট্রায়াল কপি চালাতে হয় সিরিয়াল কী না থাকার কারণে, আবার পুরান ভার্সনে সব ফীচার পাওয়া যায় না, মিক্সিং ইকূইপমেন্টও কম থাকে। আজকাল বাসাবাড়ীতেও ভালো মানের ডিজে করা যায় মিউজিক ব্যাবহার করে। আমি নিজেও মোটামুটি খারাপ নয় ভালোই পারি। এটি দিয়ে আপনি অডিও, ভিডিও, অডিও-ভিডিও এবং তাতে বিভিন্ন এফেক্ট, লুপ, ক্রসফেড, মিউজিক ফেড , বিটম্যাচ(বিটলক), পিচ কন্ট্রোল করা যায়। তো ট্রাই করে দেখতে পারেন কারণ সফ্টওয়্যারটা চালানো খুবই সোজা, ১০-১৫ মিনিটেই ফাংশনগুলা বুঝতে পারবেন।

না বুঝলে বলবেন হেল্প করবোনে্ যেহুতু এটি আগের থেকে আপগ্রেড তাই এটি চালাতে কিছু রিকওয়্যারমেন্ট লাগবে। নিচে তা দিয়ে দিলাম, দেখে নিন। Minimum system requirements: Intel® Pentium® 4 or AMD Athlon™ XP 1024x768 SVGA video DirectX compatible soundcard 512MB RAM 20MB free on the hard drive RECOMENDED system requirements: Intel® Core™ 2 or AMD Athlon™ X2 1024x768 SVGA video Multi-channel DirectX compatible soundcard 1024MB RAM 30MB free on the hard drive Additional requirements for Video mixing: 2048MB (2GB) RAM ATI™ or NVIDIA® video card w/256MB of Dedicated DDR3 RAM Video card must support dual-screen output কনফিগারেশন দেখেই বুঝতে পারছেন এটি আগের মতো নরমাল ভার্সন নয়। তো ডাউনলোড করে দেখুন ডাউনলোড করলে জিপ ফাইল পাবেন যার ফোল্ডারের ভেতরে ক্র্যাক ফাইল পাবেন। আর আপলোড করে আয়ের ব্যাপারে একটি টিপস রয়েছে নোটপ্যাড ফাইলে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.