আমাদের কথা খুঁজে নিন

   

আমি মুক্তিযোদ্ধা

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!! একাত্তরে যুদ্ধ করেছি আমি মুক্তিযোদ্ধা আমাকে ফাঁসিতে ঝুলা, রাজাকার আলবদর ওরা সেচ্চাসেবী ছিল রাজাকার আলবদর দেশদ্রোহীর বিচার তোরা জীবনেও করতে পারবি না, তোরি মেরুদণ্ডহীন বুজদিল, তোমারে বুকে পুটি মাছের জান, জ্ঞান নেই তোদের মাথায় আবর্জনায় ভরা তোদের মজ ভোনাও মজা হবে না, দেশ কি তোরা জানিস না, স্বাধীনতার অথর্ তোরা কখনই বুঝতি পারবি না, পারলে আমাকে তোরা ফাঁসিতে ঝুলা। দোষ যত আমার, শত দোষে দোষী আমি দেশ স্বাধীন করার সময় অনেক নরপশু খুন করে খুনি হয়েছি, আমার চোখের সামনে ভাই বান্ধব বন্ধুকে গুলি করে মেরেছে আমি দেখেছি শত শত কোমারী কলঙ্কিত হয়ে গলায় দড়ি দিয়েছে একাত্তরে যুদ্ধ করেছি আমি মুক্তিযোদ্ধা, আমাকে তোরা ফাঁসিতে ঝুলা। রাজাকার আলবদর তোদের বন্ধু বান্ধব আমি তোদের েকউ নয়, আমার বুকে শুধু জ্বালা, হাতে টাকা নেই, পেটে ভাত নেই, ভাতার জন্য চার হায়ন ধন্যা দিয়েছি আমি কানাকড়ি পাইনি, আমার সনদ নেই, চিহ্নিত রাজাকাররা আজ মুক্তিযোদ্ধা তাদের উপাধিপত্র আছে দালানকোঠা, আমার বাড়িঘর ঝড়ে উড়ে গেছে যুদ্ধ করে সর্বহারা হয়েছি একেলা, আমি মুক্তিযোদ্ধা আমাকে তোরা ফাঁসিতে ঝুলা। একা সাগর রক্ত দেওয়া হয়েছে, আরেক ফোঁটা দেব আমি নিজেকে স্বাধীন করবই, বাঁচতে চাইলে বাংলাদেশ ছেড়ে পালা তোরা পালাতে পারবে না, সদা জাগ্রত বাংলার দামাল ছেলেরা তোদেরকে ছাড়বে না, অনকে জল করেছ ঘোলা আর নয় অবহেলা, মুক্তির জন্য যুদ্ধ করেছি আমি ফেরৎ চাই আমার স্বপ্নীল বাংলা। গানের লিংক  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.