আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধা কোটা এবং মুক্তিযোদ্ধা সুযোগ সুবিধা।

সংসার আমার ভাল লাগে না ...সংসার হইলো বিষের কলশি ,আমি হইলাম দিওয়ানা... মুক্তিযোদ্ধা সন্তান এবং নাতি-নাত্নীদের জন্য চাকুরী কোটা এবং রাষ্ট্রীয় নানান বিশেষ সুযোগ সুবিধা এবং এতোকাল পর মুক্তিযোদ্ধা চাকুরীজীবীদের সিনিয়রিটি প্রদান-এগুলির নানান ধরনের অপব্যাবহার হবে,নানান ধরনের অন্যায়-জালিয়াতির জন্ম হবে। ইতিমধ্যেই হয়েছেও। প্রভাবশালিরাই এর বেশির ভাগ সুফল তাদের ঘরে নিয়ে নিবে। এগুলির সঠিক ব্যাবহার হলেও,এর সিংহ ভাগ সুফল যাবে শহুরে উপর মহল এবং প্রভাবশালীদের ঘরেই। বঞ্চিত হবে লুঙ্গিপড়া,।

ইতিমধ্যেই হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার দল। এতে করে মারাত্বক যে ব্যাপারটি বিবেচনার বিষয় তা হলো-একারনে সীমিত সম্পদের বিপরীতে অসীম চাহিদার এই দেশে,মুক্তিযোদ্ধা বহির্ভূত সমাজের মেজর অংশে এর বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। সুতরাং সারা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা,অসহায়-অনাহার ও রোগ-শোকে জর্জরিত সকল মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারদের খুঁজে বের করে,তাদের উন্নত জীবন যাপনের সকল দায় দায়ীত্বের ব্যবস্থা রাষ্টীয় ভাবে নিশ্চিত করাই সবচেয়ে বেশি সমীচীন। তেলা মাথায় তেলতো আছেই এর বদলে,তেলহীনদের মাথায় তেল দেয়ার ব্যবস্থা করাই সবার আগে বাঞ্ছনীয় । মনে রাখতে হবে আমাদের সমস্যা অনেক,কিন্ত সম্পদ সীমিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.