আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযোদ্ধা

‘সাধ আছে, সাধ্য নেই’ মুক্তিযুদ্ধের রজত জয়ন্তী পেড়িয়ে- কিছু নেই কেউ নেই তোমাদের শুনে হৃদয় কষ্টে ভারাক্রান্ত, কেন বল কিছু নেই? আমরা জানি- কিছুই না থাক, তোমাদের গর্ব আছে তোমরা মুক্তিযোদ্ধা সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান। আমরা প্রজন্ম মুজিব স্মরণ করি তোমাদের, তোমরা মুক্তিযোদ্ধা তোমরাই মৃত্যুঞ্জয়ী মুজিব। হতাশা কেন? জাতী তো কৃতার্থে রাখিছে ভক্তি প্রজন্মান্তরে; আছে পরিচয় দানে প্রতীক্ষারত অজানা সেই মুক্তিযোদ্ধার খোঁজে। কভূ ইচ্ছে হলে কঠোর শ্রমে প্রেসিডেন্ট,মিনিস্টার,ডাক্তার,ইঞ্জিনিয়ার, জর্জ ব্যরিস্টার কিবা ধন কুবের হতে পারে কালে কালে সর্বজন। কিন্তু আজীবন সাধনে-জাতীর প্রয়োজনে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ ব্যতিরেকে মুক্তিযোদ্ধা হতে পারে না একজনও।

যা একটা জাতীর জীবনে একবারই আসে। সেই সে সৌভাগ্যবান তোমরা সবে তোমরা মুক্তিযোদ্ধা, ধন্য ধন্য তোমাদের জন্ম গ্রহণ। কিন্তু দূর্ভাগ্য আমাদের- আমরা মুক্তিযোদ্ধা নই। যুদ্ধ করিনি, করবোই বা কি করে? তখন তো আমাদের জন্মই হয়নি। তবু সৌভাগ্যবান আমরা মুক্তিযোদ্ধাদের দেখছি, কাছ থেকে কথা শুনছি।

তাছাড়া আমার বাবাও মুক্তিযোদ্ধাদের একজন। কিন্তু প্রজন্ম হতে প্রজন্মান্তরের কি হবে? তারা না মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধাদের কেউ...! হয়তো তারা ইতিহাসের পাতায় খুঁজবে নতুন কোন অধ্যায়। মুক্তিযুদ্ধের রজত জয়ন্তী পেড়িয়ে এর বেশী আর কি শুধাতে পারি তোমাদের ? -০- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.