লিখতে লাগে ভাল, তাই আমি লিখি। একজন মুক্তিযদ্ধা যখন শত্রুর সাজোয়া বাহিনির সামনে সাধারণ একটা অস্ত্র নিয়ে যুদ্ধ করতো, তখন তারা কি ভাবত জানার খুব ইচ্ছা ছিল। হয়তো তারা মনে মনে এরখম কোন কিছুই চিন্তা করতো। মুক্তিযোদ্ধা রক্ত ঝরছে এ শরীর জুড়ে, তবুও আছি জেগে তোমার মুখে ফোটাব হাসি, এই পণ রাখতে। মাগো, তোমায় আজ করব আমি স্বাধীন হায়েনার থাবা আর থাকবে না কোনদিন আজ আমি শুধবো তোমার ঋণ। রক্ত স্রোতে ঢেকে যাচ্ছে চোখ ঝাপসা হয়ে আসছে সূর্যের আলোক তবুও তো থামি নি আমি ট্রিগার থেকে হাত সরাইনি। মাগো, তোমার মুখে হাসি ফুটিয়ে তবেই আধার এ পথে পা বাড়াব জীবনের শেষ পর্যন্ত লড়ে তোমায় আমি স্বাধীন করব। চোখ দুটো হয়ে গেছে বন্ধ রক্ত ধারায় হয়ে গেছি অন্ধ ট্রিগার থেকে হাত গেছে সরে তোমায় আর পারছি না দেখতে প্রান ভরে। মাগো, তবুও তুমি পেয়ো না ভয় তোমার অনেক ছেলে এখনো জেগে রয় তোমায় মুক্ত করে তবেই একসাথে ঘুমুবে সবাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।