আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক ফোনালাপ

রাজনৈতিক ফোনালাপ ... আমারা প্রতিদিন ফোনে যেসব কথা বলি , সেখানে বহুল ব্যবহৃত কিছু উক্তি ব্যবহার করলে কি হয় ... চলুন একটু দেখে আসি .... ** সম্পর্ক --> প্রেমিক - প্রেমিকা ( part 1 ) পরিস্থিতি --> প্রেম বিনিময় ???? সখিনা : 'মোখলেস' , আমি তোমাকে উপেক্ষা করিয়া 'আবুল' কে আগামী তিন মাসের জন্য আমার ব্যাক্তিগত প্রেমিক হিসেবে নির্বাচন করিয়াছি । মোখলেস : " এই নির্বাচন মানি না । " **সম্পর্ক --> প্রেমিক - প্রেমিকা ( part 2 ) পরিস্থিতি --> চাপাবাজি লায়লা : এই , তোমায় না সিগারেট খেতে নিষেধ করেছি ; ছাড়বা কবে ? মজনু : " ভিশন 2021" ** সম্পর্ক --> স্বামী - স্ত্রী ( part 1 ) পরিস্থিতি --> থমথমে স্ত্রী : এই শোন ; আজ রাতে পাশের বাসার ভাবীদের ওখানে কিটি পার্টি আছে .... স্বামী : শোন , আমি কোন বিলাই পার্টি তে নাই । "এই বলে আমি আমার কথা শেষ করলাম । " ** সম্পর্ক --> অপরিচিত ছেলে vs অপরিচিত মেয়ে পরিস্থিতি --> উত্তেজনাকর অপরিচিত মেয়ে : এই ফাজিল ! একটু পর পর মিসড কল দেস ক্যান ?? পরিচিত / অপরিচিত ছেলে : "মিসড কল যখন দিয়েছি , মিসড কল আরও দেব । মিসড কলে - মিসড কলে তোমার ....." ** সম্পর্ক -- > স্বামী - স্ত্রী ( part 2 ) পরিস্থিতি --> ঘোলাটে স্বামী : আই লাবু সালমা । তোমায় বউ হিসেবে পেয়ে আমি ধন্য । স্ত্রী : আই লাবু টু , আক্কাচ । তয় , আমার নাম তো মর্জিনা । স্বামী : "আমি ক্ষমাপ্রার্থী..." এইগুলো একান্তই আমার জৈব সার বিশিষ্ট উর্বর মস্তিষ্কের কল্পনা ছাড়া আর কিছুই নয় ... বিরক্ত করার জন্য দুঃখিত.... © 2012

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.