.............সুন্দর দিনের আগামী। মুক্তচিন্তা বা মুক্তমনা বা মুক্তবুদ্ধি বলতে কি কিছু আছে???
আমার মতে সমাজের সবার ভালোর জন্য সবাইকে কম বেশি নিয়মনীতি মেনে চলতে হয়। আর যেখানেই নিয়মনীতি আছে সেখানে মুক্তচিন্তা বা মুক্তমনা বা মুক্তবুদ্ধি বলতে কিছু থাকতে পারে না। আমাদের সবার স্বার্থেই আমাদের কিছু নিয়ম নীতি বা শৃঙ্খলার মধ্য দিয়ে যেতে হয়। তাই আমি নিজেকে সংকীর্নমনা মনে করি বা শৃঙ্খলিত মনে করি, আমার স্বার্থে।
তবে মুক্ত চিন্তাবিদদের কাছে আমার কিছূ প্রশ্ন আছে-
১. আপনি কি নিজের মায়ের বা বোনের (মেয়ে হলে বাবা বা ভায়ের) সাথে যৌন সম্পর্ক স্থাপনের চিন্তা করতে পারেন বা প্রস্তাব দিতে পারেন???
যদি পারেন তাহলে আপনি মুক্তচিন্তার অধিকারী আর না পারলে সংকীর্নমনা।
২. আপনি কি চিন্তা করতে পারেন যে আপনি আপনার পরিবারের সবাইকে হত্যা করবেন?
যদি পারেন তাহলে আপনি মুক্তচিন্তার অধিকারী আর না পারলে সংকীর্নমনা।
৩. আপনি কি চিন্তা করতে পারেন শেখ হাসিনা বা খালেদা জিয়ার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করতে এবং তা প্রকাশ করতে???
যদি পারেন তাহলে আপনি মুক্তচিন্তার অধিকারী আর না পারলে সংকীর্নমনা।
৪. আপনি কি পারেন আপনার দেশের বিরূদ্ধে ষড়যন্ত্র করার কথা চিন্তা করতে??
যদি পারেন তাহলে আপনি মুক্তচিন্তার অধিকারী আর না পারলে সংকীর্নমনা।
৫. আপনি কি পারেন পারেন অন্যায়ভাবে অন্যের সম্পত্তি হস্তগত করার কথা চিন্তা করতে এবং কাজটি করতে।
৬. আপনি কি কোন অসহায় মেয়েকে বা কোন মেয়েকে ধর্ষনের কথা চিন্তা করতে বা কুকর্মটি করতে???
যদি পারেন তাহলে আপনি মুক্তচিন্তার অধিকারী আর না পারলে সংকীর্নমনা।
এরকম আর অনেক কথা বলা যায়। তাই আমার মতে, মুক্ত চিন্তা বলতে মানুষের জন্য কিছু নাই। আমি সংর্কীন মনা হিসাবে ভাল আছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।