আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তচিন্তা (পৃথিবী) !!!

একদিন শব্দ হবে অকারণে ... তারা ছিল জলাধারের পাশের বসতির মানুষ। ওদের মন জুড়ে ছিল উর্বশি, রম্ভা আর মেনকারা। ওরা নারায়নের গোপন বান্ধবি আর এক সন্ন্যাসী আরাধনা করতো এক মানবীর। অতুলনীয়া আর অনন্যা ছিল সে। এরও আগে স্বর্গ-পতন বলে যদি কিছু থাকে তবে তা লড়াইয়ে পরাভূতদের গ্রহান্তর।

সব কিছু মিলে এলাকাটাই জট বেধে ছিল। তাইতে একদিন জিউস বজ্রপাত হানে এক দার্শনিকের স্বপ্নে। পৌরাণিক সব দেবদেবী আর মানুষেরা মিলেমিশে ছিন্নভিন্ন হল। কামজ ফলাফলে সব যেন ধ্বংস হল ! প্রকৃতির শক্তি আর বিশালতায় মুগ্ধ ঘরছাড়া মানুষেরা ধ্যানে হল স্থির । চন্দ্রগ্রস্ত পুষ্টিময়তায় সব রহস্যের তবু কোনও সমাধান হল না।

এরপর সৃষ্টিকর্তা দাবি জানালো তার স্তুতির। একক সত্তার জন্ম হল ঘটনার পরম্পরায়। এ যেন অন্যতম সত্য !? তবে ফের হল মানুষের সৃষ্টি; অবলীলায়। তবু সবাই বেশ ভাবলেশহীন। বিভ্রান্ত সকল স্বপ্ন নিয়ে ... অপরিনত বিদ্যা কপচে; মানুষ আবার যুদ্ধে মাতল।

সংজ্ঞাহীন ভালো আর মন্দের গলাটিপে; যে যার পথে চলে গেল। নিদারুণ বৈষম্য চোখে পড়ে। সাধারণত্বের মন্ত্রে মুগ্ধ ... আত্মনিয়ন্ত্রনের অক্ষম প্রতিযোগিতা। ক্ষমতার লোভে তুষ্ট আর অতুষ্ট মানুষদের; বেমানান গল্পে ... চাহিদার নগ্ন হস্তক্ষেপ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.