হালের সবচেয়ে আলোচিত শব্দ ধর্ম নিরপেক্ষতা, বাক স্বাধীনতা, মুক্তচিন্তা ইত্যাদি। কিন্তু আমরা এর মর্মার্থ কতটুকু বুঝতে পেরেছি। আমরা ধর্ম নিরপেক্ষতাকে বানিয়েছি ভিন্ন ধর্মালম্বীদের প্রতি মানসিক ও সহিংস আক্রমন এবং জঘন্য ভাষায় কটুক্তি করা। বাক স্বাধীনতাকে বানিয়েছি অন্যের অনুভূতিকে বাজে ভাবে আক্রমন। মুক্তচিন্তা বলতে বানিয়েছি বাজে চিন্তা করে তার বিষবাষ্প দিয়ে অন্যকে আঘাত করা। এর বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হলেও বিপদ। তখন আবার আন্দোলনের হুমকি। আমরা ব্লগিং বুঝি, কিন্তু দায়িত্বশীল ব্লগিং কি বুঝি? আমরা শিক্ষিত, কিন্তু সুশিক্ষিত হতে পেরেছি কি? কর্পোরেট যুগের কর্পোরেট শিক্ষা কি আমাদের মানুষ বানাতে পেরেছে? আমরা মানুষ হবার জন্য পড়াশুনা করি না। পড়াশুনা করি উচ্চ বেতনে চাকরীর জন্য। আমার কোন কথাটা মিথ্যা? একবার ভাবুন তো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।