আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি মুক্তচিন্তা ধারণ করেন, কীভাবে?

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল। ' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

ব্লগার বন্ধুরা, আপনারা কি আমাকে দু’টো মিনিট ধার দিতে পারেন ? আপনারা সম্মত হলে আজ একটা সিরিয়াস বিষয়ের অবতারণা করতে চাচ্ছি। সা-ইন ব্লগে আমাকে নবাগতই ভাবতে পারেন। ব্লগটাতে ঢুকে আমার অনুভূতি মিশ্র।

এখানে মুক্তচিন্তা ধারণ করেন এমন প্রচুর প্রকাশিত-অপ্রকাশিত মুখ পেয়ে আশাবাদী হওয়ার আনন্দ যেমন পাচ্ছি, অন্যদিকে বদ্ধচিন্তার ওয়াজ-নসিহতের ক্রমাগত আধিক্য দেখে আমাদের পেছনে ফেরা আগামীর কল্পনা করে আতঙ্কিতও হয়ে উঠছি। র‌্যাশনাল প্রাণীর পরিচয়ে মানুষ হিসেবে যদি নিজেকে দাবি করি আমরা, ব্যক্তি আমাদের কী করণীয় এখন ? মুক্তচিন্তা মানেই যুক্তির চর্চা, অনুসন্ধানী প্রশ্নের সীমাহীন স্বাধীনতা এবং যে কোন মতবাদকেই নির্মোহ ব্যবচ্ছেদের মাধ্যমে তার সারসত্তা বা অসারতা উন্মোচন করে একে গ্রহণ বা বর্জনের প্রশ্নটাকে সামনে নিয়ে আসা। তথ্য প্রযুক্তির যে বৈজ্ঞানিক সুবিধা গ্রহণ করে এই ব্লগের মাধ্যমে আমরা আমাদের ভাবনাগুলোকে শেয়ার করছি, সেই তথ্য প্রযুক্তি তো বিজ্ঞানের যুক্তির উপরেই প্রতিষ্ঠিত, কোন অন্ধ-মতবাদের উপর নয়। অথচ এ যুক্তিকে অস্বীকার করে দেড়-দু’হাজার বছর আগের যে মতবাদ এখন সময়ের সাথে সংগতিহীন হয়ে পড়েছে, তা-ও যারা প্রচার করছেন করুন, সে উদারতা আমরা যদি দেখিয়ে যেতে পারি, মুক্তচিন্তার চর্চাকে আমন্ত্রণ জানানো নিশ্চয় অধিকতর যুক্তিসংগত। তাই ‘উল্টো-স্রোতের কুল-ঠিকানা’ শিরোনামে যুক্তির আলোকে ধর্ম-দর্শন-বিজ্ঞান বিষয়ক একটি ধারাবাহিক পোস্ট এই ব্লগে অচিরেই দেয়া শুরু করতে চাই।

চলমান এ কাজটাতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এ সহযোগিতা কি পাবো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.