আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তচিন্তা (আত্মকথন) !!!

একদিন শব্দ হবে অকারণে ... আমি স্পস্ট ভাবে স্বীকার করছি কাব্যকে ঘৃণা করি আমি ও আমার মতো কবিদের | আমি লিখে বা চিন্তায় যা প্রকাশ করি তার কিবাই মেনে চলি | আমি নিজেকে ও অন্য কবি লেখকদের দেখি আমরা কাব্য করি রঙ বাহারি কথার চালান হয় হর-হামেশাই | আমি এই যে এসব লিখছি আমার ভেতরটা কাঁদছে কিছু না করতে পারার ক্ষোভে | আমরা কাব্য করি ক্ষুধার্ত মানুষের বুভুক্ষা নিয়ে | আমায় একবার দেখতে হয়েছে … (ছবিটি একটি কবিতার সাথে আটকে ছিলো) একটি নারীর শুকিয়ে যাওয়া শরীর | অন্নের অভাবে আর কষ্টে | আর সেই নারীর কথা ক্ষুধার কথা অভাবের তিক্ত কথাগুলি সোচ্চারে ঘোষণা করে লেখা সেই কবিতাটি পড়ে আমি কেঁদেছি এবং বলেছি দারুণ লিখেছে | কিন্তু কবিতাটি কি নিদারুণ ছিল না ? আমি ও আমার মতো কবিরা নারী ও প্রকৃতিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে তুলনায় মাত্রা ছাড়িয়ে একের পর এক কবিতা লিখি আর সেইসব পড়ে আমি জানি … কোন অঞ্জাত নারীও পুলকিত হয় | আর পুরুষেরা সেই সব প্রেমে ব্যবহার করে ছড়িয়ে ছিটিয়ে দেয় | আমরা উপভোগ করি এসব | আর নারীরা সমাজে লাঞ্ছিত হলে ; না রুখে (বাহুজোড় কম বলে কি) তীব্র প্রতিবাদ করি কবিতার ভাষায় আবার সেই পুনরাবৃত্তি দারুণ কবিতা | কিন্তু পুরো ব্যাপারটাই কি নিদারুণ নয় ? আর দেশ নিয়ে যত কবিতা লিখেছি আমি ও আমার মতো কবিরা | আর তাতে যতজন তেতেছে … জেগেছে জ্বলেছে দেশপ্রেমের আগুনে | বদলে ফেলতে চেয়েছে ভুল ও পশ্চাৎপদতা | আমি ও আমার মতো কবিরা তার সমপরিমানে বুড়ো আঙুলটাও চুষিনি | এবং এসব আমি দুর্বলতা ঢাকতেই লিখছি | লিখছি নিজেকে ঘৃণা করি বলে | ‘সময়’ অদ্ভুতভাবে ভাবনা নিয়ে খেলে | কারন … কিছু আগের বোধটা পাল্টে যাচ্ছে | ভাবছি বেশ হল এই কবিতাটি | পরে আমি যখন আবার কাঁদব ‘সময়’ যখন আবার পাল্টে যাবে | যাবে নিশ্চয় | নিমগ্ন কষ্টে আমি কাঁদব | নিজেকে ধিক্কার দিতে দিতে | তখন এই কবিতাটি … একটা অজুহাত দাঁড়া করাতে আমাকে সাহায্য করবে |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.