এবছর আমরা পালন করতে যাচ্ছি ভাষা আন্দোলনের ৬০ বছর। আমাদের প্রাণের ভাষা বাংলা। দেশের গণ্ডি পেরিয়ে বাংলা এখন সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে এটি সারা পৃথিবীতে পালিত হবে। এর পরেও একটা প্রশ্ন থেকেই যায়।
আমরা বাংলার প্রতি কতটা সুবিচার
করতে পেরেছি? সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তের বিনিময়ে পাওয়া এই ভাষা আজ পর্যন্ত আমরা কতটুকু উন্নত করতে পেরেছি। বাংলা ভাষার
যথেচ্ছ ব্যাবহার আজ এই ভাষাকে কোথায় দাঁড় করেছে? আমাদের আশেপাশে তাকালে আমরা এটা বুঝতে পারি। দোকানের সাইনবোর্ড থেকে শুরু করে বইয়ের পাতা সব জায়গাতে এর ভুল ব্যাবহার। কোথাও শব্দের প্রয়োগে ভুল আবার কোথাও বানানে ভুল। ডিশের কল্যাণে হিন্দি ভাষা এখন আমাদের প্রাণের ভাষা ! টিভিতে হিন্দি সিরিয়াল আর সিনেমা আমাদের চোখ বন্ধ করে রেখেছে।
আমাদের মোবাইলে বাজে হিন্দি রিংটোন। আর ইংরেজী
আমাদের মুখে মুখে। যেন আমরা বাংলা না ইংরেজী ভাষার মানুষ। বাংলা আর ইংরেজী মিশিয়ে আমরা নতুন এক জাত উদ্ভাবন করেছি। এটা আমাদের জন্য শুধু ক্ষতিকরই না বরং নিজ ভাষাকে অপমান করা।
আমাদের দেশে উচ্চ শিক্ষার প্রধান মাধ্যম ইংরেজী। ফলে ছোটবেলাতেই ছেলে বাঁ মেয়েকে
আমরা ইংরেজী ভাষায় পারদর্শী করার চেষ্টা করি। ফলে নিজ ভাষা থেকে যায় অবহেলিত। আমি শুধু বুঝি এই ভাষার মর্যাদা যে করেই হোক রক্ষা করতে হবে। কবি মাইকেল মধুসুদন দত্ত ভিনদেশে গিয়ে বুঝেছিলেন বাংলাভাষা কি।
আমরাও একদিন অবশ্যই বুঝতে পারব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।