এক বড় ভাই ও সাবেক রুমমেট নাসার ভায়ের সাথে হঠাৎ দেখা হল কাল| কথায় কথায় জামাত প্রসঙ্গ আসলে তিনি বলতে ছিলেন," জামাত শিবির যে পবিত্র,ভদ্র ও সুন্দর নাম গুলোতে হাত দিয়েছে সেই নামকেই কলঙ্কিত আর ঘৃনিত করেছে। যেমন মুসলমাননদের অন্যতম গর্বের বিষয় বদরের যুদ্ধ যাকে আরবিতে আল বদর বলে তাকে কলঙ্কিত করে ছে, আল শামস যার অর্থ তারকা, আর রাজাকার মানে যে প্রকৃত পক্ষে রাজার অনুগত। কিন্তু আজ আমরা রাজাকার, আল বদর, আল শামস বলতে কি বুঝি? ভাল একটা অর্থকে তারা বিকৃত করে দিয়েছে। এভাবে নামের অর্থ বিকৃত কিংবা বিপরিত করে দেয়া তাদের ধর্ম। ওরা ইসলাম নাম নিয়েছে ইসলাম কে বিকৃত করার জন্য, সোনার বাংলা তাদের ব্লগের নাম, পত্রিকার নাম রেখেছে সেই নামের অর্থ গুলো গৃনিত করার জন্য।" তিনি আরও বললেন এবং একপ্রকার অনুরোধই করলেন ," আপনার যারা শাহবাগের আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত আছেন ও লেখা লেখি করেন তারা যেনো এই বিষয়টি নিয়ে ভাবেন ও কিছ করেন। না হলে আমার সোনার বাংলা জামাত যদি ব্যবহার করে তবে বাংলাকে তারা কলঙ্কিত করে ছাড়বে"। অবশেষে আমার একটা অনুরোধ- আমরা যারা শাহবাগের আন্দোলনে জরিত আছি ও লেখা লেখি করি নাসার ভায়ের কথা কী একটু ভাববেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।