ভাষা আন্দোলনের আজ সুদীর্ঘ ৫৭ বছর পরও আমরা বরাবরের মতই ভাষা দিবসটি উদযাপন করে আসছি। স্মরণ করেছি ভাষা আন্দোলনের সৈনিকদের। প্রাণ ভরে দোয়া করছি তাদের জন্য। তাদের আত্মত্যাগ আমাদের মুখে এনে দিয়েছে বাংলা ভাষাকে। মহান রব্বুল আল-আমিনের কাছে আমরা তাদের জন্য সবাই দোয়া করি।
তারা যেন মহাসুখে পরপারে কাল যাপন করতে পারে।
যাইহোক যে ভাষার জন্য প্রাণ দিতে হল ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার আরও নাম না জানা অনেক শহীদকে, সেই ভাষার আজ যথাযথ মূল্যায়ন হচ্ছে না কোথাও, যদিও বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এই স্বীকৃতি নাম মাত্র। অন্যান্য দেশের কথা বাদই দিলাম আমাদের বাংলাদেশেও বাংলা ভাষার মর্যাদা কমতে বসেছে। বিশেষ করে ঢাকা শহরে বাংলা ভাষার অবমূল্যায়ন হচ্ছে সবচাইতে বেশি।
বাংলা ভাষা শিক্ষা দেওয়ার চেয়ে ইংরেজিকে বেশি গুরুত্ব দিচ্ছে বেশির ভাগ অবিভাবকরা। এমনকি অফিস-আদালত গুলোতে যারা ভাল ইংরেজি না জানে তারা চাকুরি পাচ্ছে না। চাকুরির পরীক্ষাগুলোতেও ইংরেজিতে প্রশ্ন হয়। তাহলে আমাদের ভাষার মূল্যায়নটা কোথায় দাঁড়াল? সবার কাছে আমার প্রশ্ন থাকল?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।