লাইনে আসুন, নইলে...........
বিশেষ সাংস্কৃতিক মতিবেদক
বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে মালাইকা আররাকে দেখে উল্লাস প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুহিত বলেন, ‘এক শ্রেনীর অসাধু সাংবাদিক আমায় আবুল ডাকে। কিন্তু মুন্নী আমায় ডারলিং ডেকেছে এবং বলেছে, আমার জন্য নাকি তার বদনাম হয়েছে। "মুন্নী বদনাম হুই ডারলিং তেরে লিয়ে। " আমি মুন্নীর বদনাম করতে চাই নি।
কিন্তু আমি নিরুপায়। ’
হাসিমুখে মুহিত বলেন, ‘মালাইকার সাথে আমার অনেক মিল। আমিও মাল, সেও মাল, কারণ দুজনের নামের মধ্যে মাল শব্দটি আছে। ’
ভবিষ্যতে আরও ঘন ঘন এসে বদনাম হওয়ার আহ্বান জানিয়ে মুহিত বলেন, ‘মানি ইজ নো প্রবলেম। ’ তিনি প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের আরও বেশি করে ডলার পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আরও চার ঘন্টা বেশি অভারটাইম করুন।
বেশি রোজগার করুন। বেশি ডলার পাঠান। তা না হলে আমরা বাংলাদেশে মালাইকা, বিপাশা বাসু প্রভৃতি মালদের নগদ ডলার খরচ করে ডেকে এনে বদনাম করতে পারব না। ’
ডলারের দাম ৮৬ টাকায় উঠে যাওয়া প্রসংগে মুহিত বলেন, ‘মুন্নীর বদনামের জন্য দরকার হলে ডলারের দাম ১০০ টাকায় তোলা হবে। ’
প্রতিক্রিয়া জানতে প্রখ্যাত নারী সাংবাদিক মুন্নী সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার মত দেশী মুন্নি থাকতে নগদ ডলার খরচ করে ভারতীয় মুন্নি আনাটা অতিরিক্ত বাড়াবাড়ী হয়ে গেছে, কিন্তু তিনি অর্থমন্ত্রী হওয়ার দরূণ মুখ ফুটে কিছু বলতে পারিনি পাছে আমার রেগুলার ইনকাম বন্ধ হয়ে যায়।
’
সূত্রঃ দৈনিক মতিকন্ঠ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।