মুন্নী
মোঃ ওবায়দুল ইসলাম।
তুমি কতো সুন্দর সে কথা কেমন করে বলি আমি
এযে সেইরুপ যা লুকিয়ে রেখেছে অন্তর্যামী।
কি করে বলব তোমায় ওহে নাজমুন নাহার মুন্নী,
রক্তিম তোমার কপোল, মায়াবি চোখ, ওষ্ঠাধর - গোলাপ তেম্নি।
মনের ব্যালকনিতে তোমার ছবি, তুমি নিশি রাজ্যের রাণী,
সুখে তুমি, দু:খে তুমি, তুমি আমার পুস্পিত ধরণী।
কেমন করে বুঝাই তোমায় ওহে নাজমুন নাহার মুন্নী,
আমার রক্ত শিরায় উপশিরায় মাতাল হয় দেখি তোমায় যেম্নি।
সুখালয়, নিমহাওলা।
০১/০৫/২০০৬
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।