আমাদের কথা খুঁজে নিন

   

অজগর

অচেনা এ শহরে হয়তো কারোর বুকে মাথা রেখে... প্রথম আলো একটা অজগর। কবে যে আমরা এই অজগরের হাত থেকে রক্ষা পাব আল্লাহই ভালো জানে। হলুদ সাংবাদিকতরা নিম্নতম সীমা কত নিচে হতে পারে, প্রথম আলো তার নিকৃষ্ট (উৎকৃষ্ট বলতে ইচ্ছে হল না) উদাহরণ। কত বড় সাহস তাদের এই নর্তন-কুর্দনকে একাত্তরের 'কনসার্ট ফর বাংলাদেশের' সাথে তুলনা করে। আনিসুল হক গংদের এই তুলনার কারণের শাস্তি হওয়া উচিত।

এই সব অর্থলোলুপ দুর্বৃত্তরা দেশকে আজীবন গোলামীর জিঞ্জিরে আবদ্ধ রাখতে চায়। অপরাধতো স্বীকার করেইনা বরঞ্চ 'কনসার্ট ফর বাংলাদেশের' মত ঐতিহাসিক ইস্যুর আড়ালে নিজেদের অপকর্ম ঢাকতে চায়। ভেবেছে কিছু টাকা খরচ করলেই মানুষ ওদের দুষ্কৃতির কথা ভুলে যাবে। অসত্য খবরকে রংচং মেখে সত্য করে তোলার দারুন ক্ষমতা তোমার প্রথম আলো। চালিয়ে যাও বাবা চালিয়ে যাও।

তোমার পতন বেশি বাকি নেই। সবাই তোমরা এক সাথেই ডুবে মরবা। প্রথম আলোর প্রতি আমাদের চরম ঘৃণা, ঘৃণা, ঘৃণা। যতদিন এই পত্রিকা সচল আছে, একে আমাদের ঘৃণা নিয়েই চলতে হবে। প্রথম আলোর ওপর আল্লাহর গজব নাযিল হোক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।