আমাদের কথা খুঁজে নিন

   

আত্মদহন (মলোয় আসছে ১৪ ফব্রেুয়ার)ি

অংশ বিশেষ শহীদুল আমিন তার রুমে এই আগন্তুককে চিনতে পারলেন না। কিছুটা বিরক্ত। আপনি কে? আমি খসরু। খসরু চৌধুরী। এই এলাকার সাহিত্যিক।

ঢাকায় থাকি। পত্র-পত্রিকায় লিখি। স্যার, আমি এলাম আপনার কাছ থেকে কিছু টিপস নিতে। টিপস নিতে এখন এলেন কেন? আর কী টিপসই বা আপনার দরকার। স্যার, আমি নাট্যকার হতে চাই।

নাটক লিখে ফেলুন। নাট্যকার হয়ে যাবেন। স্যার, নির্দিষ্ট করে বলতে গেলে আমি টিভি নাট্যকার হতে চাই। বাজার থেকে একটা নাটকের বই কিনে, ঐভাবে লিখে ফেলুন পাণ্ডুলিপি। একজন টিভি নাটকের পরিচালককে দিন।

উনি নাটক তৈরি করলেই আপনি টিভি নাট্যকার হয়ে যাবেন। স্যার, ওরকম নাটক আমি এক ডজন লিখেছি। কেউ তৈরি করতে চাচ্ছে না। প্লিজ স্যার, আমাকে একটা পথ বাতলে দিন। আমি কীভাবে টিভি নাট্যকার হতে পারব।

টিভি নাটকে আসলে কী লাগে? কিছুই না। একটা প্লট। কয়েকটি চরিত্র, একটি নাটকীয় ঘটনা। স্যার, সবই তো আছে তারপরও আমি কেন টিভি নাট্যকার হতে পারছিনা। সাথে, কিছুটা কপালও লাগে।

স্যার, আমার কপাল কী এতই খারাপ? আমি টিভি নাট্যকার হতে পারব না? কপালটা একজন জ্যোতিষিকে দেখিয়ে নিন। স্যার, জ্যোতিষিতে আমার বিশ্বাস নেই। আপনি কী করেন? স্যার, নাটক লিখি। আমি জানতে চাচ্ছিলাম, আপনার পেশা কী? পত্রিকায় লেখালেখি করে কিছু টাকা পাই, ওটা দিয়েই ঢাকায় থাকা খাওয়া চলে যায়। বাকী সময় নাটক লিখি।

এ পর্যন্ত কতগুলো নাটক লিখেছেন? সঠিক গোনা নাই, স্যার, একটু গুনে বলি। খসরু গুনে গুনে বলল, এ পর্যন্ত আঠারোটা নাটক লেখা হয়েছে। কী সাংঘাতিক ব্যাপার! আপনার আঠারোটা নাটক লেখা হয়ে গেছে, অথচ তৈরি হয়নি। আপনি ধৈর্য হারাবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।