বইমেলাতে প্রকাশিত হচ্ছে পারভেজ রানার উপন্যাস আত্মদহন। লেখালেখিতে একজন লেখকের ক্ষণিকের ভুল যে একজন পাঠকের কতটুকু ক্ষতির কারণ হতে পারে তা এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। একজন পাঠক দেশের একজন জনপ্রিয় ও প্রভাবশালী লেখকের অন্ধ ভক্ত। লেখককে নিয়মিত অনুসরণ করে। তার লেখা নিয়মিত পড়ে।
তার চরিত্র বিশ্লেষণ বোঝার চেষ্টা করে। একসময় নিজেও একটা সমস্যায় পড়ে। তারপর সমাধানের চেষ্টা করে নিজে নিজেই। লেখকের চরিত্রের মত করেই সমাধানের চেষ্টা করে। কিন্তু সেটাই কী সমাধান? ভুল করে ফেলে সে।
বুঝতে পারে কত বড় ভুল করে ফেলেছে সে। গতানুগতিক প্রমের উপন্যাস নয়, তবু প্রেম আসে পাঠকের জীবনে। সম্পূর্ণ ভীন্ন আঙ্গিকে লেখা উপন্যাসটি পাঠকেরা রুচি বদলের জন্য পড়তে পারেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।