জানি না কবে কোথায় , কিভাবে তোমাকে আবার দেখব। তবে তোমাকে হারানাটাই আমার অনেক বড় একটা বাজে অনুভুতি । ভাল থেকো বিবেকা। ভাল থেকো বিবেক। ভাল থেকো আমার কবিতাগুলো মুড়ে খেয়ে গেছে গাছটার মাথা ।
অজাত বংশ, জাত ছাগলের দল। স্কুলের মাঠে আমাদের নিজে হাতে লাগানো গাছগুলো খেয়ে গেছে যে ছাগলগুলো তাদের মধ্যে ধরেছি দুটোকে । স্যার বললেন ছেড়ে দিতে । প্রতিবেশীর ছাগল, ভূলে খেয়ে গেছে । স্যারের কথায় রাগে কটমট সহপাঠীরা সহ মিটিং বসানো হল ।
প্রথম ভাষণ দেয়া । ছাগল ফিরিয়ে দেয়া হবে কি না ? হাহাহাহা,,, এভাবেই কিন্তু সংগ্রামের দীক্ষা শুরু হয় । শুরু হয় খামখেয়ালী থেকে নেতা হয়ে খামখেয়ালী জনতার লাগাম ধরা । কিন্তু, অনেক বিষন্নতা নিয়ে সত্যটা বলতেই হয় , ঝরে গেছে অনেক ফুল, অকালেই । অনেক আদর্শ মরে গেছে রাস্বিতার টং দোকানের ভীড়ে ।
অনেক ভাল - খারাপে বদলে গেছে টাকার অংকে । অনেক স্বপ্ন হতাশায় বদলে গেছে-- নীতির আকালে ।
বিদেশী ফুলের দুটো টবে আজ চোখ গেল । দাম দিয়ে কিনে আনা । ওদের দিকে তাকাতেই কৃত্রিমতার ছোয়া পাই।
আর ভয় হয় । যে ভয়টা আমার বাংলাদেশকে নিয়েও হয় । টবের ফুল, ক্যাকটাস, পানিছাড়া আজ হয়ত মরবে না । কালও না । পরশু যদি মরেও যায় -- সেটা কি শুধুই আমার দায় !!!!!!!!
কদিন যাবত একটা স্বপ্নের ছায়ায় ঘুম পলাতক ।
বিমানের রানওয়ে ছোয়া । আমার ঘুম ভাঙা । ভোরের আলোয় বাংলাদেশ । আর খুব বেশি দেরি নেই । ঘুম আসছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।