বোধোদয়ের পর থেকে একটা বিষয় ভালো লাগতো এবং সব সময় করতে চাইতাম । অন্যের চোখে অন্যের থেকে স্বীয় স্বত্বাকে আলাদা করে দেখানোর প্রানন্তকর অপচেষ্টা । এই আপ্রাণ অপচেষ্টাটি আজ পর্যন্ত আমি পরম যত্নে ধরিয়া রাখিবার প্রচেষ্টা চালাইয়া যাইতেছি । ইহা যে একটা বড় ধরনের ভুল এবং ইহা যে স্বীয় স্বত্বার অস্তিত্ব বিকাশে বাঁধা হইয়া দাঁড়াইবে তাহা আমি সচেতনভাবে অবগত হইবার পরেও অচেতনভাবে আমার সমস্ত স্বত্বাকে অপমানিত করিয়া দীর্ঘ দুই যুগের ও অধিক সময় নিজের কাছে গোচর করিয়াছি এবং অতি যত্নে লালন করিয়া যাইতেছি । আজ দীর্ঘ আটাশ বছর পরে আচমকা প্রশ্ন জাগিল বিগত দিনগুলিতে আমি যে ঐতিহ্যখানি পরম যত্নে (চলবে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।