Ami odvut and ami real matal na.kobitai matal. শ্রান্ত শীত যখন শীতালু অভিষঙ্গ শেষে
আকুঞ্চনে ঘরে ফেরায় নিমগ্ন আর
উল্লাসী বসন্ত যখন নিসর্গে প্রস্ফুটনের জন্য
শীতকে আলিঙ্গনে বিদায় জানাতে প্রত্যাগত
ঠিক এই সময়ে, আমরা দারিদ্র সমাজ
শীতের পিঠা খেতে উন্মুখ ।
অবোধ মনকে কল্পিত প্রবোধদানের বাণীতে-
প্লাস্টিকের হৃদয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে,
বুঝাতে চাই, আমরাও শীতে পিঠা খাই ।
হয়ত ,এ তিথিতে পিঠার স্বাদ ওরা ভূলে গেছে ,
যা খাওয়ার ওরা আগেই লুটেছে ,
আমরা শুধু পরিভ্রমণে পিঠার ঘ্রাণে ভরেছি মন ।
সারা শীতে বিবস্ত্র কায়ায় থর থর করে কেঁপে
কি যে এক পৈশাচিক আনন্দে মত্ত ছিলাম
এ নিষ্ঠুর ধরায় , তা হয়ত এখন আর মনে নাই ,
যাই হোক ,
দেশবাসী দেখ , ভিনদেশীরাও দেখতে পার –
শীত গেলেও আমরা শীতের পিঠা খাই ।
সেই বুভুক্ষা শৈশব মনে পড়ে যখন,
পিঠা খাওয়ার স্পৃহায় মায়ের পিছু ঘুরতাম আর
মা হয়ত ঘুরনী ছিল ; দারিদ্রের কশিদায় ।
পিঠা খাওয়াবে বলে মায়ের ঘুম পাড়ানো গানে
ঘুমিয়ে পড়তাম অবুঝ বালকের মত ।
এরপরের দিনগুলো ছলনার প্রচ্ছাদনে মধুর প্রলাপে
কাটিয়ে দিত মা ;চোখের গোপন মনস্তাপের জলে ।
তখন ভাবতাম ,পিঠা আর খাওয়া হবে না ,
অন্য সব পাপের মত , পিঠা খাওয়াও এক পাপ ।
তারপর কাটিয়েছি কত ভয়ার্ত শীত
খুব অল্পাধিক শীতে পিঠার ঘ্রান শুঁকেছি ।
পিঠার রসদাদি সব এক করতেই
অভিমানী শীত চলে যায় আর পিছু ফিরে চায়
যখন আমরা খুব ছোট এবড়োখেবড়ো
পিঠা মুখে দেই আর তৃপ্তি করে খাই ।
কয়েকটা পিঠা মুখে দিতেই,
এ ছোট থলের মত পেট ভরে যায় ,
তবে , কখনই অতৃপ্ত মন ভরে নাই ।
তিতা বিষাদে ভরে ওঠে বিমর্ষ মন
আর নোনা জলে ভরে উঠে চোখের কোন ।
▂ ▃ ▅ ▆ █ ( মাতাল কবি ) █ ▆ ▅ ▃ ▂
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।