আমাদের কথা খুঁজে নিন

   

বিএসএফ প্রধান বললেন "সীমান্তে গুলি বন্ধ হবে না" যা ভারতের প্রতিশ্রুতির খেলাপ ও মানবাধিকার লঙ্ঘণ

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক পর্যায়ে আলাপ-আলোচনা ও সমঝোতার উদ্যোগ নেয়া হলেও বিএসএফ প্রধানের একটি মন্তব্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ‘সীমান্তে গুলি বন্ধ হবে না। ’ বিএসএফ প্রধানের এমন মন্তব্যের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, ‘সীমান্তসহ সব ইস্যুতে ভারতের সঙ্গে এখন বোঝাপড়া খুবই ভাল পর্যায়ে আছে। ভারতের সর্বোচ্চ পর্যায় থেকে বার বার আশ্বাস ও প্রতিশ্রুতি সত্ত্বেও সম্প্রতি বিএসএফ কয়েকটি হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত সরকার।

গুলিবর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে। চলতি মাসের শেষদিকে নয়াদিল্লীতে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সীমান্তে গুলিবর্ষণসহ সব ইস্যু নিয়ে আলোচনা হবে। এ অবস্থায় বিএসএফ প্রধানের বক্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় আমরা খুশী নই। জোর প্রতিবাদ জানানো হয়েছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রধান বলেছেন, বাংলাদেশ সীমান্তে গুলি চালানো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, কারণ সীমান্তে অপরাধীদের থামাতে তাদের ব্যবস্থা নিতেই হবে। বিবিসি বাংলাকে দেয়া এক একান্ত সাক্ষাত্কারে বিএসএফের মহানির্দেশক ইউ কে বনশল বলেন, “গুলি চালনা পুরোপুরি বন্ধ করা কখনোই সম্ভব না- যতক্ষণ ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ হতে থাকবে, ততক্ষণ সেই অপরাধ আটকাতেই হবে বিএসএফকে। সেটাই বাহিনীর দায়িত্ব। ” তবে মানবাধিকার কর্মীরা এটাকে মানবাধিকার লংঘনের অভিযোগ করেছন, তারা বলেন, চোরাচালান এমন অপরাধ নয়, যার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, আর বিএসএফের বিচার করার ক্ষমতাও নেই। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা কখনোই মেনে নেয়া যায় না।

এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে প্রয়োজনে আমরা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বিষয়টি উত্থাপন করবো। এ বিষয়ে ইতিমধ্যে আমরা ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছি। তাকে বলেছি কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে কিভাবে সীমান্তে হত্যা বন্ধ করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.