সাদামনের মানুষ আমি : প্রথমতো সবকিছু সন্দুররূপেই দেখতে চাই... আমরা জানি বিয়ে প্রথাটি পরিচালিত হয় একজন ছেলে ও একজন মেয়েকে কেন্দ্র করে এবং বর্তমান বিশ্বে আমাদের জানামতে এটাই নিয়ম এবং একটি বৈধ পন্থা তবে, যদি শোনেন কোথাও মেয়েদের সাথে মেয়েদের বিয়ে হচ্ছে তাহলে অবাক না হওয়ার কোনো কারণ খুজেঁ পাওয়া যাবে না; কেননা, অবশিষ্ট বিবেচনায় এখানে ফলপ্রসু তেমন কিছু রয়েছে বলে এখনও আমার মনে হয় না তেমনই একটি অবাক হওয়ার মতোই সত্যিকার অর্থে ঘটে যাওয়া ব্যতিক্রমী বিয়ের কিছু দৃশ্যপট নিম্নে বর্ণিত হলো, যা হয়তো ক্ষণিকের জন্য হলেও রোমাঞ্চিত করবে আমাদের; যেখানে একটি মেয়ে বিয়ে করছে আরেক মেয়েকে এবং বিয়েটা স্বীকৃত ও বৈধ এমনই একটি দেশ তানজানিয়া; তানজানিয়ার একটি উপজাতি হচ্ছে কুরিয়া; এ সম্প্রদায়ের ঐতিহ্য হলো বয়স্ক মহিলারা প্রয়োজনে বিয়ে করে থাকেন তরুণীদের; আর এই তরুণীদের প্রধান কাজ হলো পরিবারের সম্পত্তি দেখাশুনা করা যেমন, এমনই একজন মহিলা অ্যানা মিতা; বয়স ৬৫; ১৫ বছর আগে তিনি বিধবা হয়েছেন; তার ঘরে কোনো সন্তান ছিল না, যারা ভবিষ্যতে তার সম্পত্তি দেখে রাখতে পারবে; তাই বছর পাঁচেক আগে তিনি সিদ্ধান্ত নেন আরেকটি বিয়ে করার সেটা ছিল ২০০৫ সাল; সেসময় তিনি বিয়ে করেন ২৩ বছরের জোহারিকে; অবশ্য জোহারিকে বিয়ে করার জন্য মিতাকে অনেক যৌতুক দিতে হয়েছে; এর মধ্যে ছিল ৯টি গরু, বেশ কয়েকটি মদের বোতল এবং আরও অনেক কিছু তবে সবাই জোহারির মতো নয়; যেমন, এ ধরনের বিয়ের পক্ষে নন ১৯ বছরের জাচারিয়া; তার বিয়ে হয়েছিল এক বয়স্ক মহিলার সাথে; কিন্তু সেই মহিলা প্রতিদিন তকে মারধর করত; ফলে এক সময় জাচারিয়া ওই মহিলার কাছ থেকে পালিয়ে আসে; এখন সে কাজ করে একজনের বাড়িতে এবং এভাবেই তার জীবন চালাচ্ছে উল্লেখ্য, তানজানিয়ায় সাধারণভাবে মেয়েতে মেয়েতে বিয়ে অবৈধ; কিন্ত একমাত্র কুরিয়া সম্প্রদায়ের জন্যই এটি ব্যতিক্রম; আফ্রিকার অনেক জায়গাতেই একসময় এই ধরনের বিয়ের প্রচলন ছিল; কিন্তু ধীরে ধীরে সেটা কমে আসছে এবং বর্তমানে শুধুমাত্র নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বের কিছু জায়গাতে এখনও এই ধরনের বিয়ে-প্রথা প্রচলিত রয়েছে...(খবর সংগৃহীত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।