আমাদের কথা খুঁজে নিন

   

অস্থিরতার জন্য গুজব তারল্য ও আস্থার সংকট দায়ী

ঊর্ধ্বমুখী থাকার একদিন পরেই দরপতনের মুখে পড়েছে শেয়ার বাজার। কোনোভাবেই পিছু ছাড়ছে না এই পতন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতন দিয়ে গতকালের লেনদেন শেষ হয়েছে। এদিকে বর্তমান শেয়ার বাজারে অস্থিতিশীলতার পেছনে গুজব, তারল্য ও আস্থার সংকট দায়ী বলে মনে করছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এসব কথা জানান।

অন্যদিকে বৈঠক শেষে এসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আমরা একমত হয়েছি। বিদ্যমান পরিস্থিতিতে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, সে বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান বলেন, এই অবস্থায় অনেকে বাজারে আসতে চাচ্ছেন। প্রত্যেকটি কোম্পানির শেয়ারের দাম এখন প্রাইস লেভেলে আছে। এ অবস্থায় এসইসিকে ক্ষেত্র তৈরি করতে হবে।

তিনি আরো বলেন, ব্যাংকগুলোর সুদের হার বাড়ার ক্ষেত্রে সামঞ্জস্যতা প্রয়োজন। এসইসি যথাযথ কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে পদক্ষেপ নেবে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মুহাম্মদ এ হাফিজ বলেন, বাজারে স্থিতিশীলতা আনতে মার্চেন্ট ব্যাংকগুলো অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী বলেন, বৈঠকে কোনো ধরনের গুজবের মাধ্যমে কেউ যাতে বাজারে প্রভাবিত করতে না পারে, সে ব্যাপারে এসইসিকে নজর রাখতে বলা হয়েছে। বিদেশি বিনিয়োগ ইনসাইডার ট্রেডিং, পরামর্শ সেবা, দুই বাজারের সূচক ও গুজবের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

করপোরেট ঘোষণা বাজারে আসার ক্ষেত্রে এসইসির নজরদারি অব্যাহত রাখার ব্যাপারেও আলোচনা হয়েছে। চলমান তারল্য সংকট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমস্যা হলেও ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের এই সমস্যা নেই। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.