আমাদের কথা খুঁজে নিন

   

অস্থিরতার জন্য মন্ত্রী দায়ী: বিএনপি

মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য অত্যন্ত সুপরিকল্পিত ও সুচতুরভাবে দেশ-বিদেশি চক্রান্ত চলছে। “রানা প্লাজাসহ বিভিন্ন ঘটনার পর সম্প্রতি হঠাৎ করে একমন্ত্রী আবির্ভূত হলেন। বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদের ঢাকায় এনে বৈঠক করলেন। তারই ফলশ্রুতিতে এই অরাজকতা সৃষ্টি করা হয়েছে।” গত শনিবার ঢাকায় সমাবেশে যোগ দিতে বাধা পাওয়ার অভিযোগ এনে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখায় পোশাক শ্রমিকরা। ওই সমাবেশ থেকে শ্রমিক নেতা ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবির সঙ্গে একাত্মতা জানান। তবে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ন্যূনতম বেতন তিন হাজার ৬০০ টাকা করার প্রস্তাব করেছে। এ নিয়ে মঙ্গলবার চতুর্থদিনের মতো গাজীপুর, সাভারসহ বিভিন্ন স্থানে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.