চলুন সবাই মিলে দেশ গড়ি - ভাবনাকে কাজে পরিণত করি৷ নীল আকাশ আর সাদা মেঘের উলঙ্গ কোলাকুলি ধনাঢ্য যুবকের মনে লাগায় ব্যর্থ প্রেমের কালি; মসৃণ ক্যানভাসে আঁকা ময়ূরীর বাঁকা পায়ের ছাপ, যেনো দিয়ে যায় তার হৃদয়ে তরবারির আঘাত। ওদিকে মাথায় বোঝা নিয়ে হাঁটছে সমবয়সী যুবক, চেহারায় ফুটেছে তার দারিদ্র্যের নির্মম চাবুক; নেই প্রেম, নেই ভালবাসা, আছে শুধু যন্ত্রণা, গাড়ির হর্ন জানিয়ে দেয় তার জীবনের সব বঞ্চনা। সবাই লড়েছি ভাষার জন্য, সবাই গিয়েছি স্বাধীনতাযুদ্ধে, তবে কেনো এই পাহাড়সম বিভেদ আজ আমাদের মাঝে? রাজনীতি সুবিধাবাদীকে দিয়েছে সম্পদ আর অট্টালিকা; বাকীদের দিয়েছে ধোঁকা, করেছে অনেক মায়ের কোল ফাঁকা। আ-লীগ, বিএনপি মেতেছে অধমের প্রতিযোগিতায় অসহায় জনতা তাই ভুগছে দারুণ শঙ্কা আর হতাশায়, এই কি ছিলো আমাদের স্বাধীনতার লক্ষ্য? একথা ভেবে ফেটে যায় সকল দেশপ্রেমিকের বক্ষ। আ-লীগ বলে বিএনপি এখন জামাত-প্রেমিক, বিএনপি বলে ছিয়ানব্বইয়ে আ-লীগ ছিল জামাতের শরীক? স্বাধীনতার পক্ষ-বিপক্ষ নিয়ে সদাই চলে অহেতুক তর্ক, সাধারণ মানুষ বলে দুটি দলই নিরেট মূর্খ। বস্তাপচা এই রাজনীতি থেকে কবে পাবো পরিত্রাণ, কবে আসবে সেই নেতা বাজিয়ে মুক্তির গান? জেগে ওঠো বাঙালি, ঘুমিয়েছো চল্লিশ বছর; তোমার দেশ, তোমার ভবিষ্যত নাও তোমার হাতের ওপর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।